Advertisements


বৃষ্টিবলয়”ধারা”-বিস্তারিত

ধেঁয়ে আসছে দেশের দিকে স্থানীয় মাঝারী শক্তিশালী বৃষ্টিবলয় “ধারা “।
বৃষ্টি বলয় “ধারা”, এটি একটি ঝড় মুক্ত ক্রান্তীয় বৃষ্টি বলয়।

স্থানীয় বৃষ্টি বলয় “ধারা” সর্বাধিক আক্রান্ত এলাকায় সর্বোচ্চ ১০০মিমি পর্যন্ত বৃষ্টি ঘটাতে পারে।

সময়সূচি : ২৫ শে অক্টোবর থেকে ২৯/৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত পর্যায়ক্রমে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেণি, নোয়াখালী, ভোলা ও দেশের উপকূলীয় এলাকায়।

সর্বাধিক আক্রান্ত জেলা কক্সবাজার, চট্টগ্রাম এবং নোয়াখালী ও ভোলা জেলার উপকূলীয় অংশ।


এসময় উল্লেখিত জেলা, উপকূল ও এর পার্শ্ববর্তী জেলাসমূহ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে।

সৃষ্টি : উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি দূর্বল সার্কুলেশন বা অক্ষরেখা তৈরি হতে পারে যা এই বৃষ্টিবলয় “ধারা” সৃষ্টি করতে পারে।

বজ্রপাত : “ধারা” চলাকালীন সময়ে সামান্য বা মাঝারি মাত্রার বজ্রপাত থাকতে পারে।

মেঘের অভিমুখ : অধিকাংশ বৃষ্টিবাহী মেঘের অভিমুখ থাকবে দক্ষিণ হতে উত্তর দিকে। তবে উল্লেখিত জেলা সমুহেত অনেক এলাকায় মিশ্র অভিমুখ দেখা যেতে পারে।

ঝড় : “ধারা” চলাকালীন সময়ে ঝড় এর কোন সম্ভাবনা নেই।

তাপমাত্রা : “ধারা” চলাকালীন সময়ে দেশের প্রায় সকল স্থানের গড় তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকতে পারে, তবে বৃষ্টিহীন এলাকায় দিনের বেলা কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বৃষ্টির ধরন : “ধারা” চলাকালীন বেশিরভাগ বৃষ্টিপাতই বিক্ষিপ্ত প্রকৃতির হতে পারে। তবে কক্সবাজার ও চট্টগ্রাম এলাকায় কিছুটা বিস্তৃত ও দীর্ঘ বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে।

বন্যা : “ধারা” চলাকালীন সময়ে বন্যার কোন সম্ভাবনা নেই।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় “ধারা” চলাকালীন সময়ে কোন কোন এলাকায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম : বৃষ্টির পরিমান মি মি. আকারে।
কক্সবাজার ৭৫+
চট্টগ্রাম ৬৫+
ফেণি ৪৫+
বান্দরবান ৫০+
রাঙামাটি ৪০+
খাগড়াছড়ি ৩৫+
নোয়াখালী ৩৫+
ভোলা ৩০+
লক্ষ্মীপুর ১০+
পটুয়াখালী ৩০+
বরগুনা ২৫+
বাগেরহাট ১০+
খুলনা ১০+
সাতক্ষীরা ১০+
বরিশাল ০৩+
ঝালকাঠি ০৫+
কুমিল্লা ০৫+
পিরোজপুর ০২+
রাজশাহী ০১+

কলকাতা, ইন্ডিয়া গড়ে ০৫ মিমি বৃষ্টির সম্ভাবনা আছে।
যেহেতু এটি গড় ধারনা, সুতরাং কোন ক্ষুদ্র স্থানে এর চেয়েও অনেক বেশি বা কম বৃষ্টিপাত হতেপারে।

নোট : প্রাকৃতিক কারনে “ধারার” সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।

আরও ভালো নির্ভরযোগ্য পূর্বাভাস পেতে আপনারা দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস গুলো দেখুন।

পূর্বাভাস প্রদানকারী:
BANGLADESH WEATHER OBSERVATION TEAM(BWOT).
Update: 24 Oct 2021 at 11:20pm BST

Advertisements


Advertisements