ট্রপিকাল সিস্টেম(সুস্পষ্ট লঘুচাপ) আপডেট ৪ !
সময়: ১০ই নভেম্বর ২০২১ দুপুর ১:০০টা
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি কিছুটা শক্তি বৃদ্ধি করে আরও কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
বর্তমানে এর কেন্দ্রের ৫০কিমি ব্যাসার্ধের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ৪০ কিমি/ঘণ্টা , যা দমকা হাওয়াসহ ৫০কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এটি বর্তমান অবস্থান থেকে গড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অনুকূল পরিবেশ থাকায় এটি আগামী ৬-১২ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিনত হতে পারে এবং আগামীকাল সকাল নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিনত হতে পারে।
এটি আগামীকাল (১১তারিখ) বিকাল/রাতে তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
বাংলাদেশে এর সরাসরি কোন প্রভাব থাকবেনা। তবে এর দূরবর্তী প্রভাবে আগামী ১২-১৪ তারিখ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের আকাশ মেঘলা হতে পারে এবং এই অংশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
নিচের গ্রাফিক এ সিস্টেমটির গতিপথ দেখে নিন।
সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন এবং সতর্ক থাকুন।
জনস্বার্থে,
BANGLADESH WEATHER OBSERVATION টেয়াম
Advertisements