তারিখ : ১৪ ই নভেম্বর ২০২১ রবিবার ২৯ শে কার্তিক (হেমন্তকাল)
আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতেপারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায়।
বৃষ্টি : খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বেশকিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ও চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে।
তাপমাত্রা : খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে, ও বাকি এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতেপারে।
বৃষ্টিবলয় : সক্রিয় নেই, তবে বিচ্ছিন্ন বৃষ্টি চলছে দেশের কিছু এলাকায়।
পরবর্তী বৃষ্টিবলয় : আখি ২/ তুফান! বিস্তারিত তথ্য আসছে শীঘ্রই, ১৭ থেকে ২২ তারিখের ভেতরে)
তাপপ্রবাহ : নেই
শৈত্যপ্রবাহ : নেই
পরবর্তী শৈত্যপ্রবাহ : এখনও সন্ধান পাওয়া যায়নি।
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : দক্ষিণ অঞ্চল ও মধ্য অঞ্চলে নেই ও বাকি এলাকায় স্থানভেদে ২ থেকে ৪ ঘন্টা ও ম্লান সূর্যের কিরণ, ২ থেকে ৪ ঘন্টা।
কুয়াশা : ভোররাতে দেশের নদী অববাহিকায় মাঝারি কুয়াশা পড়তেপারে।
কুয়াশাবেল্ট : নেই
সতর্ক সংকেত : নেই
পরবর্তী সতর্ক সংকেত : সাথে থাকুন
সমুদ্র উত্তাল! ১৬ তারিখ হতে
সূর্যগ্রহণ : আগামী ৪ ই ডিসেম্বর ২০২১
চন্দ্রগ্রহণ : আগামী ১৯ শে নভেম্বর ২০২১
সূর্যোদয় : সকাল ০৬ টা বেজে ১১ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা বেজে ১৩ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১১ ঘণ্টা ০২ মিনিট।
উত্তর বঙ্গপোসাগর : এই সময় নিরাপদ আছে ও বেশকিছুদিন নিরাপদ থাকবে।
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : একটি লঘুচাপ বঙ্গপোসাগরে প্রবেশ করতেযাচ্ছে যা পরবর্তীতে ঘূর্ণিঝড় এ পরিনত হতেপারে। এবং এটা কোথায় আঘাত করবে তা পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দেওয়া হবে।
ভূমিকম্প :
আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ১৩ ই নভেম্বর রাত ৯ টা বেজে ৬ মিনিটে।
Advertisements