Advertisements


লঘুচাপ শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট লঘূচাপে পরিনত

  • Post category:Tropical Forecast EN
  • Post last modified:2021-11-17
  • Reading time:1 mins read
  • Post author:

ট্রপিকাল সিস্টেম(সুস্পষ্ট লঘুচাপ) আপডেট ৩ !
সময়: ১৭ই নভেম্বর ২০২১ সন্ধা ০৬:০০টা

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘূচাপে পরিনত হয়েছে।
বর্তমানে এর কেন্দ্রের ৫০কিমি ব্যাসার্ধের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ৩৫ কিমি/ঘণ্টা , যা দমকা হাওয়াসহ ৪৫কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এটি বর্তমান অবস্থান থেকে গড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সামনে কিছুটা অনুকূল পরিবেশ থাকায় এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিনত হতে পারে।

এটি ১৯ তারিখে তামিলনাড়ু/অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এটির বাংলাদেশে আসার সম্ভাবনা নেই। এর উপকূল অতিক্রমের পর বাংলাদেশের আকাশ কিছুটা মেঘলা ও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিবলয় নামকরণ করা হবেনা হয়তো।
নিচের গ্রাফিক এ সিস্টেমটির গতিপথ দেখে নিন।


সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন এবং সতর্ক থাকুন।
জনস্বার্থে,
BANGLADESH WEATHER OBSERVATION TEAM

Advertisements


Leave a Reply

Advertisements