Advertisements


মাসিক আবহাওয়া বার্তা | ডিসেম্বর ২০২১

মাসিক আবহাওয়া বার্তা | ডিসেম্বর ২০২১
আসুন একনজরে দেখেনেই ডিসেম্বর মাসের আবহাওয়া কেমন থাকতেপারে দেশে।

প্রথম সপ্তাহ :


আকাশ : ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রথম দিকে দেশের আকাশ পরিস্কার থাকলেও ডিসেম্বর মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘলা থাকতেপারে।

বৃষ্টি : ডিসেম্বর এর ৪ থেকে ৮ তারিখের ভেতরে খুলনা বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারিবৃষ্টি হতেপারে। ও অন্যত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


বৃষ্টি বলয় : আখি২ ( ৪ টু ৮ ই ডিসেম্বর) ভারি বৃষ্টিবলয়।
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : স্থানভেদে সামান্য।

সমুদ্র : উত্তাল থাকতেপারে।
সতর্ক সংকেত : ৩ থাকতেপারে।
শৈত্যপ্রবাহ : নেই।
নিম্নচাপ : আছে।
কুয়াশাবেল্ট : নেই।
কুয়াশা : দেশের উত্তর ও মধ্য অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তেপারে।
গ্রহণ : ১ টি সূর্যগ্রহণ আছে ৪ ই ডিসেম্বর, যা দেশ থেকে দেখা যাবেনা।

দ্বিতীয় সপ্তাহ :


আকাশ: দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিস্কার থাকতেপারে।

বৃষ্টি: ডিসেম্বর এর দ্বিতীয় সপ্তাহে দেশে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ৯ তারিখে সিলেট জেলায় ছিটেফোঁটা হলেও হতেপারে।

বৃষ্টি বলয়: দ্বিতীয় সপ্তাহে কোন বৃষ্টি বলয় নেই।

শৈত্যপ্রবাহ, ডিসেম্বর এর দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তর থেকে মধ্যঅঞ্চল ও পশ্চিম অঞ্চল হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দ্বারা আক্রান্ত হতেপারে।

কুয়াশাবেল্ট: রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় দুপুর পর্যন্ত উর্ধাকাশে ঘন কুয়াশাবেল্ট দ্বারা আক্রান্ত থাকতেপারে।

কুয়াশা : দেশের অধিকাংশ এলাকায় ঘন কুয়াশাছন্ন থাকতেপারে রাতে ও ভোরে।

সমুদ্র: স্বাভাবিক
সতর্ক সংকেত: নেই
সিস্টেম: নেই
দিনের আকাশে উজ্বল সূর্যের কিরণ স্থানভেদে ৩ থেকে ৫ ঘন্টা গড়ে।
গ্রহন: নেই।

তৃতীয় সপ্তাহ:


আকাশ: দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিস্কার থাকতেপারে।

বৃষ্টি : দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃষ্টি বলয়: নেই

কুয়াশাবেল্ট: রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক এলাকায় উর্ধাকাশে মাঝারি বা ঘন কুয়াশাবেল্ট দ্বারা আক্রান্ত হতেপারে দুপুর পর্যন্ত।

শৈত্যপ্রবাহ: দেশের উপকূলীয় এলাকা বাদে বাকি এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতেপারে।

দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : স্থানভেদে ২ থেকে ৬ ঘন্টা, তবে দেশের উত্তর অঞ্চলে আরও কম।

কুয়াশা: দেশের অনেক এলাকা মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তেপারে সকাল ১০ টা পর্যন্ত।


সতর্ক সংকেত: নেই
সমুদ্র উত্তাল: নেই
সিস্টেম: নেই
গ্রহণ: নেই

চতুর্থ সপ্তাহ :


আকাশ: দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিস্কার থাকতেপারে, তবে দেশের উত্তর অঞ্চলের আকাশে কিছুটা মেঘের আনাগোনা থাকতেপারে।

বৃষ্টি : রংপুর বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হবার সম্ভাবনা আছে।

বৃষ্টি বলয় : শীতল আসতেপারে।

শৈত্যপ্রবাহ : স্বাভাবিক শৈত্যপ্রবাহ আছে ডিসেম্বর এর শেষ সপ্তাহে।

কুয়াশাবেল্ট : দেশের উত্তর ও মধ্য অঞ্চলের উর্ধাকাশে মাঝারি কুয়াশাবেল্ট দ্বারা আক্রান্ত হতেপারে।

কুয়াশা: দেশের অনেক এলাকায় রাতে ও সকাল ১০ টা পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তেপারে।


দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : স্থানভেদে ৩ থেকে ৫ ঘন্টা, তবে উত্তর অঞ্চলে আরও কম।

সতর্ক সংকেত: নেই
সমুদ্র উত্তাল: নেই
সিস্টেম: দক্ষিণ বঙ্গপোসাগরে একটি সিস্টেম থাকতেপারে, যার কোন প্রভাব দেশে পড়বে না।
গ্রহণ: নেই।

নোট : প্রাকৃতিক কারনে পূর্বাভাসের সামান্য পরিবর্তন হতেপারে।
আরও ভালো পূর্বাভাস পেতে আপনারা নিয়মিত আমাদের সাথে থাকুন।

ধন্যবাদ : BWOT WEATHER
A Virtual Weather Research Center of Bangladesh.

Advertisements


Leave a Reply

Advertisements