ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টিবলয় আঁখি২।
এটি একটি ক্রান্তীয় শক্তিশালী শীতকালীন বৃষ্টিবলয়।
সম্ভাব্য সময়সূচি : ৪ ই ডিসেম্বর হতে ৮ ই ডিসেম্বর পর্যন্ত, পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে দেশের অনেক এলাকায়।
সবচেয়ে বেশি সক্রিয় খুলনা বিভাগে, সবচেয়ে কম সক্ষম রংপুর বিভাগে।
আঁখি ২ এর কারণ : দক্ষিণ বঙ্গপোসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে।
এটি আগামী ৪ ই ডিসেম্বর সাধারণ ঘূর্ণিঝড় অথবা গভীর নিম্নচাপ আকারে ভারতের দক্ষিণ উড়িষ্যা তৎসংলগ্ন এলাকায় আঘাত অথবা উপকূল ঘেঁষে আগামী ৫ ই ডিসেম্বর রাতে নিম্নচাপ আকারে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা দিয়ে আমাদের দেশে প্রবেশ করতেপারে, যার ফলে এই বৃষ্টিবলয়টি সৃষ্টি হচ্ছে।
তাপমাত্রা : আঁখি২ চলাকালীন সময়ে দেশের দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও রাতের তাপমাত্রা বেশ বৃদ্ধি পাবে, সুতরাং আঁখি২ চলাকালীন সময়ে দেশের উপর শীতের তীব্রতা বেশ কম থাকবে।
বৃষ্টিবাহি মেঘের অভিমুখ : আঁখি২ চলাকালীন সময়ে অধিকাংশ মেঘের গতিপথ থাকবে পুর্ব থেকে পশ্চিম দিকে, তবে আঁখি শেষ পর্যায়ে পশ্চিম থেকে পূর্ব দিকে।
বজ্রপাত : আঁখি২ তে তেমন কোন বজ্রপাত নেই।
বন্যা : সম্ভাবনা নেই, তবে বেশি আক্রান্ত স্থানের নিচু এলাকায় জল জমতে পারে।
ঝড় : আঁখি২ তে যেহেতু একটি নিম্নচাপ আসছে, তাই দেশের উপকূলীয় এলাকায় ও খুলনা ঢাকা, বরিশাল বিভাগের অনেক এলাকায় ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতেপারে।
সতর্ক সংকেত : আঁখি২ চলাকালীন সময়ে সাগরে ৩ নাম্বার সতর্ক সংকেত থাকতেপারে, সমুদ্র উত্তাল থাকার জন্য।
একটানা বৃষ্টি : বেশি আক্রান্ত এলাকায় একটানা বৃষ্টির সম্ভাবনা আছে।
আঁখি২ চলাকালীন সময়ে অধিকাংশ সময়ে দেশের আকাশ মেঘাছন্ন থাকবে ও অনেক এলাকায় টিপটিপ বৃষ্টি চলতে থাকবে।
ও দেশে রোদের উপস্থিতি পাওয়া যাবেনা বল্লেই চলে।
আঁখি২ মুলত ৭ ই ডিসেম্বরের ভেতরে দেশের অধিকাংশ এলাকা থেকে বিদায় নিবে, ৮ ই ডিসেম্বর শুধুমাত্র সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতেপারে।
আসুন একনজরে দেখেনেই আঁখি২ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টিপাত হতেপারে।
বিভাগের নাম। – বৃষ্টির পরিমাণ
Khulna: – 150mm
Barishal: – 120mm
Dhaka: – 130mm
Sylhet: – 110mm
Mymensingh: – 65mm
North Chittagong: – 100mm
South Chittagong: – 35mm
Rajshahi: – 50mm
Rangpur: – 05mm
যেহেতু এটি একটি গড় ধারনা সুতরাং এই বিভাগে অবস্থিত জেলা সমুহে এর চেয়ে বেশ কম বা বেশি বৃষ্টি হতেপারে, ও প্রাকৃতিক নিয়মে দেশের কোন ছোট এলাকায় অনেক বেশি বৃষ্টি হতেপারে, আবার একইভাবে দেশের কিছু ছোট এলাকায় সামান্য বৃষ্টি হতেপারে স্থানভেদে।
নোট : যেহেতু এটি রংপুর বিভাগে সবচেয়ে কম প্রভাব পড়বে, সুতরাং ওখানের আবহাওয়া দেশের বাকি এলাকা থেকে বেশ ভালো থাকতেপারে, তবে আকাশে মেঘ থাকবে।
নোট : প্রাকৃতিক কারনে আঁখি২ এর সময়সূচি সামান্য পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস / বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।
আরও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া পেজ ও ওয়েবসাইটে নজর রাখুন।
ধন্যবাদ : Bwot ওএয়াথের
Advertisements