Advertisements


ধেঁয়ে আসছে দেশের দিকে আংশিক বৃষ্টিবলয় শীতল

ধেঁয়ে আসছে দেশের দিকে আংশিক বৃষ্টিবলয় শীতল।
এটি চলতি বছরের শেষ ক্রান্তীয় বৃষ্টিবলয়।
ও এটি একটি দূর্বল বৃষ্টিবলয়।

শীতল যেহেতু আংশিক বৃষ্টিবলয়, সুতরাং শীতল চলাকালীন সময়ে দেশের সকল স্থান আক্রান্ত হবার সম্ভাবনা নেই।

সম্ভাব্য সময়সূচি : ২৮ শে ডিসেম্বর হতে ৩১ শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। ( ২৯ শে ডিসেম্বর হতে ৩০ শে ডিসেম্বর প্রভাব বেশি)

সবচেয়ে বেশি আক্রান্ত স্থান: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, সবচেয়ে কম আক্রান্ত খাগড়াছড়ি, রাঙ্গামাটি।


এটি একটি দূর্বল বৃষ্টিবলয়, এবং এর বেশি প্রভাব থাকবে পশ্চিমবঙ্গ এর মধ্য ও উত্তর অংশে ( India)

বৃষ্টিবলয় শীতল চলাকালীন সময়ে দেশে শীতের তীব্রতা বেশ হ্রাস পেতেপারে।
বৃষ্টিবলয় শীতল চলাকালীন সময়ে দেশের আকাশ প্রায় মেঘলা থেকে মেঘাছন্ন থাকতেপারে, ও তেমন সূর্যের কিরণ পাওয়া যাবেনা আক্রান্ত স্থানে।

বৃষ্টিবলয় শীতলে বৃষ্টিবাহী মেঘের অভিমুখ থাকবে পশ্চিম দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব উত্তর পূর্ব দিকে, এবং একটানা বৃষ্টির সম্ভাবনা কম, তবে আকাশ মেঘলা থাকতেপারে ও মাঝেমধ্যে টিপটিপ বৃষ্টি ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

শীতল চলাকালীন সময়ে সাগর সম্পুর্ন নিরাপদ থাকবে।
এবং শীতলে বাংলাদেশ অংশে কোন শিলাবৃষ্টি, বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা নেই।

চট্টগ্রাম বিভাগে, বরিশাল বিভাগে শীতলের প্রভাব সবচেয়ে কম থাকবে, মানে আকাশে কিছুটা মেঘ থাকতেপারে, তবে বৃষ্টির সম্ভাবনা কম।

আসুন একনজরে দেখেনেই শীতলে দেশের কোন এলাকা কেমন আক্রান্ত হতেপারে।

ভারি আক্রান্ত জেলা: নেই
মাঝারি আক্রান্ত জেলা: চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও এর পার্শ্ববর্তী এলাকা ( ২০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির পরিমান)

হালকা আক্রান্ত জেলা: চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নাটোর, বগড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী,কুড়িগ্রাম লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, ও এর পার্শ্ববর্তী এলাকায়। ( ১ থেকে ১৯ মিলিমিটার বৃষ্টির পরিমান)

ছিটেফোঁটা আক্রান্ত জেলা: সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, পাবনা, ফরিদপুর, নড়াইল, মানিকগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, শরিয়তপুর, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ও এর পার্শ্ববর্তী এলাকা, মুলত এই সকল জেলায় বৃষ্টির পরিমাণ সামান্য বা ছিটেফোঁটা থাকতেপারে, বা বৃষ্টির সম্ভাবনা কম, বা হলেও ধুলো ভিজবে না।
তবে এই এলাকা গুলোর আকাশ মেঘলা থাকতেপারে।

এখানে যেই জেলাগুলির নাম আসেনি শীতল চলাকালীন সময়ে সেই সকল জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকায় শীতলের প্রভাবে আকাশে কিছুটা মেঘের আনাগোনা থাকতেপারে। তবে বৃষ্টির সম্ভাবনা ছিটেফোঁটা, এবং শীতের তীব্রতা একদম হ্রাস পাবে।

নোট : বৃষ্টি বলয় শীতলের পর দেশে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতেপারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় শীতলের সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস / বৃদ্ধি বা বিলুপ্তি ঘটতে পারে।
আরও ভালো নির্ভুল ও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখবেন।

ধন্যবাদ : Bwot Weather
আপডেট : ২৫ শে ডিসেম্বর রাত ৮ টা বেজে ১২ মিনিটে।

Advertisements


Leave a Reply

Advertisements