Advertisements


ধেঁয়ে আসছে দেশের দিকে দূর্বল বৃষ্টিবলয় পরশ (১১-১৫ জানুয়ারি ২০২২)

ধেঁয়ে আসছে দেশের দিকে দূর্বল বৃষ্টিবলয় পরশ।
এটি একটি পূর্ণাঙ্গ শীতকালীন হালকা /মাঝারি শক্তিসম্পন্ন বৃষ্টিবলয়।
.
সম্ভাব্য সময়সীমা : ১১ ই জানুয়ারি হতে ১৫ ই জানুয়ারি ২০২২ এর ভেতরে, পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে দেশের সকল স্থানে।
আগে দেশের পশ্চিম অঞ্চল আক্রান্ত হবে তারপর দেশের পূর্বাঞ্চল, আবার দেশের পশ্চিম অঞ্চল আগে মুক্ত হবে এরপর দেশের পূর্বাঞ্চল।
.
পরশ যেহেতু পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, সুতরাং পরশ চলাকালীন সময় দেশের সকল এলাকায় কমবেশি বৃষ্টিপাত এর সম্ভাবনা আছে, এবং দেশের বাইরেও বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত এর সম্ভাবনা আছে।
.
সবচেয়ে বেশি প্রভাব : চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকা।
.
মাঝারি প্রভাব : , রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকা।
সবচেয়ে কম প্রভাব : রংপুর, সিলেট।
.
একটি পশ্চিমা লঘুচাপ ( WD) ভারতের উপরদিয়ে দেশের দিকে আসছে, এবং একইসাথে বায়ুচাপের তারতম্যের কারনে উত্তর পশ্চিম বঙ্গপোসাগরে একটি সার্কুলেশন সৃষ্টি হতেপারে, এর ফলে এই বৃষ্টিবলয় পরশ আসছে।
.
কালবৈশাখী : নেই
বজ্রপাত : আছে কিছুটা।
ঝড় : নেই, তবে কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতেপারে।
শিলাবৃষ্টি : আছে, পশ্চিমবঙ্গ এলাকায় ( ভারত)
সেইসাথে কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রায় মাঝারি ধরনের ভারিবৃষ্টি হতেপারে।
পরশ চলাকালীন সময়ে সকল বৃষ্টিবাহি মেঘের অভিমুখ থাকবে পশ্চিম থেকে পূর্ব দিকে।
.
অধিকাংশ সময় আকাশ মেঘলা, মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টি, আবার কিছুটা মাঝারি বৃষ্টি, হালকা রোদ, এটা পরশ এর একটি সাধারণ বৈশিষ্ট।
.
পরশ চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকতেপারে, ও বেশি আক্রান্ত স্থানে একটানা বৃষ্টির সম্ভাবনা আছে।
.
নোট : পরশ চলাকালীন সময়ে দেশের কয়েকটি ক্ষুদ্র এলাকায় একেবারেই বৃষ্টি হবেনা, আবার একইভাবে কোন ক্ষুদ্র এলাকায় ভারিবৃষ্টি হতেপারে।
.
পরশ চলাকালীন সময়ে দেশের উপর কোন শৈত্যপ্রবাহ থাকবে না।
তবে পরশ চলে যাবার পর পুনরায় দেশের কিছু এলাকা মৃদু শৈত্যপ্রবাহ দ্বারা আক্রান্ত হতেপারে।
আপনারা যাহারা রোদের কাজ করছেন তারা ১০ তারিখের ভেতরে রোদের কাজ সেরে ফেলুন।
.
আসুন একনজরে দেখেনেই দেশের ৮ টি বিভাগে পরশ চলাকালীন সময়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
Dhaka: 15mm
Khulna: 25mm
Barishal: 35mm
Sylhet: 07mm
Mymensingh: 10mm
Chittagong: 45mm
Rajshahi: 15mm
Rangpur: 05mm

এখানে দেওয়া বৃষ্টির পরিমান কিছুটা হেরফের হতেপারে।
এবং সময় থাকতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করে রাখুন, যেনো পরশে আপনাদের ক্ষতি কম হয়।
.
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় পরশের সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস বা বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।
আরও ভালো তথ্যের জন্য আপনারা নিয়মিত সরকারি আবহাওয়া অধিদপ্তর এর আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
.
ধন্যবাদ: Bwot weather
আপডেট : ৯ ই জানুয়ারি রাত ৭ টা বেজে ৫৫ মিনিটে।

Advertisements


Leave a Reply

Advertisements