Advertisements


ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টিবলয় জুই – ১

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টিবলয় জুই – ১

একটি একটি প্রায় শক্তিশালী ক্রান্তীয় ( wd) বৃষ্টি প্রবাহ।

যেহেতু এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, সুতরাং এই বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের প্রায় সকল এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে স্থানভেদে।

সম্ভাব্য সময়সূচি : পহেলা ফেব্রুয়ারি হতে ৬ ই ফেব্রুয়ারি এর ভেতরে।
বেশি সক্রিয় : ৪ ও ৫ ই ফেব্রুয়ারি।


বিবরন : জুই ১ ( ১ থেকে ৪ ঠা ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত) মুলত দেশের কিছু কিছু স্থানে বিচ্ছিন্নভাবে সক্রিয় থাকতেপারে, মানে তেমন বৃষ্টি নেই, আকাশ মুলত অধিকাংশ সময় মেঘলা থাকতেপারে।
তবে ৪ তারিখ রাত থেকে ৫ তারিখ বিকেল পর্যন্ত জুই ১ দেশের অধিকাংশ এলাকায় সর্বাধিক সক্রিয় থাকতেপারে।
জুই ১ চলাকালীন সময়ে দেশে শীতের তীব্রতা বেশ হ্রাস পাবে ও দিনে তেমন একটা রোদ পাওয়া যাবেনা।
অধিকাংশ বৃষ্টিবাহি মেঘের গতিপথ থাকবে পশ্চিম দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব উত্তর পূর্ব দিকে।

সবচেয়ে বেশি সক্রিয় রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগে।
কম সক্রিয়, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে।

বজ্রপাত : অধিক সক্রিয় এলাকায় বজ্রপাত এর আশংকা আছে।
শিলাবৃষ্টি : অধিক সক্রিয় স্থানে মাঝারি শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।

দমকা হাওয়া : ৪ ও ৫ তারিখে দেশের অনেক এলাকায় দমকা হাওয়া থাকতেপারে।

নোট : জুই ১ চলাকালীন সময়ের ভেতরে আপনি বৃষ্টি পাবেন যেকোনো সময়, যেহেতু বৃষ্টি বলয় দেশের সকল এলাকায় একসাথে সক্রিয় হয়না, সুতরাং দেশের কোন অবস্থানে আপনি অবস্থান করছেন তার উপর নির্ভর করে আপনার এলাকায় আগে বা পরে বৃষ্টির সম্ভাবনা আছে।

আসুন একনজরে দেখে জুই ১ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
বিভাগ। বৃষ্টির পরিমান

Dhaka:—————45mm
Khulna:————–40mm
Barishal:———– 20mm
Sylhet: ————–30mm
Mymensingh:—-45mm
North Chittagong:—-25mm
South Chittagong:—-10mm
Rajshahi:———- 50mm
Rangpur:———–40mm
নোট : প্রাকৃতিক কারনে জুই ১ এর শক্তি কিছুটা হ্রাস / বৃদ্ধি বা বিলুপ্তি বা এর সময়সূচি পরিবর্তন হতেপারে।

সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস গুলো দেখুন।

ধন্যবাদ : Bwot weather
update : 31 th January at 09:50 pm bst.

Advertisements


Leave a Reply

Advertisements