Advertisements


সাপ্তাহিক পূর্বাভাস | ০৭ – ১৪ ফেব্রুয়ারি ২০২২

BWOT সাপ্তাহিক আবহাওয়া বার্তা।
সময়সূচি : ৭ ই ফেব্রুয়ারি টু ১৪ ই ফেব্রুয়ারি ২০২২

আকাশ : এই তারিখের ভেতরে দেশের আকাশ প্রায় পরিস্কার থাকতেপারে, তবে ১০ ও ১১ ই ফেব্রুয়ারি দেশের আকাশ মেঘলা থাকতেপারে বেশকিছু স্থানে।
.
বৃষ্টি : ১০ ও ১১ ই ফেব্রুয়ারি দেশের মধ্য অঞ্চলে কিছুটা বৃষ্টি বজ্রবৃষ্টি হতেপারে আকস্মিকভাবে।
এছাড়া বাকি দিন গুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই।
.
শৈত্যপ্রবাহ : ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বেশকিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলতেপারে ও চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, ঠাকুরগাঁও ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতেপারে।
.
কুয়াশা : চলতি সপ্তাহে দেশের সকল নদী অববাহিকায় রাতে ও ভোরে মাঝারি থেকে গভীর কুয়াশা থাকতেপারে।
.
কুয়াশাবেল্ট : রংপুর ও সিলেট রাজশাহী বিভাগের বেশকিছু এলাকায় নিম্নকাশে কুয়াশাবেল্ট দ্বারা আক্রান্ত হতেপারে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত, যার ফলে দিনের কিছু অংশে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হতেপারে।
ধোঁয়াশাছন্ন / ধোঁয়াশা : স্বাভাবিক
.
শিলাবৃষ্টি : non
কালবৈশাখী : নেই
সতর্ক সংকেত : non
সমুদ্র : স্বাভাবিক থাকবে।
সূর্য বা চন্দ্রগ্রহণ : না চলতি সপ্তাহে কোন গ্রহণ নেই।
বজ্রপাত : কিছুটা।
.
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : ১০ ও ১১ ই ফেব্রুয়ারি বাদে গড়ে প্রতিদিন স্থানভেদে ৫ থেকে ৭ ঘন্টা করে উজ্জ্বল সূর্যের কিরণ ও ৩ থেকে ৫ ঘন্টা করে ম্লান সূর্যের কিরণ পাওয়া যাবে।
নোট : এই সপ্তাহে রাতে তুলনামূলক বেশি শীত অনুভব হবে।
.
বায়ু প্রবাহ : উত্তর পশ্চিম দিক হতে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হবে।
তাপপ্রবাহ : নেই।
.
আসুন একনজরে দেখেনেই এইসময় দেশের ৮ টি বিভাগে গড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।
.

বিভাগের নাম : সর্বোচ্চ । সর্বনিম্ন সে.
ঢাকা →→→→ +২৭°সে. →+১৪° সে.
চট্টগ্রাম →→→→ +২৮° সে.→+১৫° সে.
রাজশাহী →→→ +২৫° সে.→+১১° সে.
খুলনা →→→→+২৭° সে.→+১২° সে.
বরিশাল →→→→+২৬° সে.→+১২° সে.
সিলেট →→→→+২৫° সে.→+১৪° সে.
ময়মনসিংহ→→→+২৬° সে.→+১৩° সে. ও
রংপুর →→→→+২৫° সে.→+১০° সে.

তাপমাত্রা পূর্বাভাস কিছুটা হেরফের হতেপারে।
.
আবহাওয়া তথ্য সূত্র : Bwot weather
post update : 06th February at 08:57 pm bst.

Advertisements



Leave a Reply

Advertisements