ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টিবলয় জুই -২ ( দ্বিতীয় ধাপ)
এটি একটি আংশিক বৃষ্টিবলয়, যা দেশের প্রায় ৭৫ শতাংশ এলাকায় বৃষ্টি ঘটাতে পারে।
সম্ভাব্য সময়সীমা : ২৪ শে ফেব্রুয়ারি দিবাগত রাত হতে ২৭ শে ফেব্রুয়ারি পর্যন্ত, পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে দেশের অনেক এলাকায়।
সবচেয়ে বেশি সক্রিয় : রাজশাহী বিভাগ।
সবচেয়ে কম সক্রিয় : চট্টগ্রাম বিভাগ।
প্রায় বেশি সক্রিয় : রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগ।
মাঝারি সক্রিয় : সিলেট, বরিশাল বিভাগ।
জুই -2 চলাকালীন সময়ে সক্রিয় এলাকায় আকাশ অধিকাংশ এলাকায় মেঘলা থাকতেপারে, এবং দফায় দফায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ।
নোট : জুই-2 অধিক সক্রিয় এলাকায় সবচেয়ে বেশি বজ্রপাত, বৃষ্টি, শিলাবৃষ্টি ও দমকা হাওয়া থাকবে।
জুই -২ কেনো আসছে : একটি পশ্চিমা ঝন্ঝা মধ্য ভারত থেকে দেশের দিকে আসছে, যার কারনে সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প দেশে প্রবেশ করে পশ্চিমা ঝন্ঝার সাথে মিলন ঘটিয়ে বৃষ্টিবলয়টি সৃষ্টি হতেযাচ্ছে।
জুই -২ চলাকালীন সময়ে সকল বৃষ্টিবাহী মেঘের অভিমুখ থাকবে পশ্চিম দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব উত্তর পূর্ব দিকে।
জুই -2 প্রথমে দেশের পশ্চিম অঞ্চলের এলাকাগুলিতে আগে সক্রিয় হবে তারপর তা ধিরে ধিরে দেশের পূর্বদিকের এলাকার দিকে ধাবিত হবে, ঠিক একইভাবে দেশের পশ্চিম অঞ্চল সবার আগে জুই -২ মুক্ত হবে, তারপর পূর্বাঞ্চলীয় এলাকা।
জুই -২ চলাকালীন সময়ে বজ্রপাত এর সম্ভাবনা আছে, সুতরাং সতর্ক থাকবেন।
আপনার এলাকা থেকে পশ্চিমে মেঘ দেখলে বুঝবেন আপনার এলাকা আক্রান্ত হতেযাচ্ছে।
জুই – ২ দেশের উপকূলীয় এলাকায় কম সক্রিয় থাকবে, এবং জুই চলাকালীন সময়ে সাগর স্বাভাবিক থাকবে, সুতরাং সমুদ্র বন্দর নিরাপদ থাকবে ইনশাআল্লাহ্।
জুই -২ চলাকালীন সময়ে দেশের উপর কোন শৈত্যপ্রবাহ থাকবে না, তবে দিনের বেলায় তাপমাত্রা মেঘের জন্য কিছুটা কম থাকবে।
শিলাবৃষ্টি এর ঝুকিতে রয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক এলাকা ও দেশের কিছু এলাকায়।
নোট : জুই -২ চলাকালীন সময়ে দেশের কোন ক্ষুদ্র স্থানে একদম বৃষ্টি না ও হতেপারে, বা একইভাবে অতিভারি বৃষ্টিও হতেপারে, যা পূর্বাভাস এর আওতায় পড়েনা।
সুতরাং আপনার বিভাগ বেশি সক্রিয় তালিকায় থাকা সত্বেও যদি আপনার এলাকায় বৃষ্টি না হয় বা সামান্য হয় তাহলে সেইটা অস্বাভাবিক কিছুই না।
আসুন একনজরে দেখে নেই জুই -২ দ্বিতীয় ধাপ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে তা দেখেনেই।
Dhaka: 45 mm
Khulna: 20 mm
Barishal: 10 mm
Sylhet: 15 mm
Mymensingh: 30 mm
Rajshahi: 55 mm
Rangpur: 25 mm
North Chittagong: 10 mm
South Chittagong: 00 mm
নোট : প্রাকৃতিক কারনে জুই -2 এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।
সবচেয়ে নির্ভরশীল নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো দেখবেন।
আবহাওয়া তথ্য সূত্র : Bwot weather
পোস্ট আপডেট এর সময় ২৩ শে ফেব্রুয়ারি গভীর রাত ১১ টা বেজে ৫৮ মিনিটে।
Advertisements