Advertisements


সাপ্তাহিক পূর্বাভাস | ৫ ই মার্চ হতে ১২ ই মার্চ ২০২২

Bwot সাপ্তাহিক আবহাওয়া বার্তা।
সময়সূচি : ৫ ই মার্চ হতে ১২ ই মার্চ, ২০২২ পর্যন্ত।

আকাশ : ৫, ৬ ও ৭ ই মার্চ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ও বরিশাল বিভাগের কিছু এলাকার আকাশ কিছুটা মেঘলা থাকতেপারে।
এছাড়া দেশের বাকি এলাকার আকাশ প্রায় পরিস্কার থাকতেপারে।

বৃষ্টি : এই তারিখের ভেতরে দেশের উপর বৃষ্টির কোন সম্ভাবনা পাওয়া যাচ্ছেনা।

শৈত্যপ্রবাহ : এই তারিখের ভেতরে দেশে কোন শৈত্যপ্রবাহ নেই।

কুয়াশা : চলতি সপ্তাহে দেশের সকল নদী অববাহিকায় রাতে ও ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতেপারে। তবে দক্ষিণ উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা পড়তেপারে।

কুয়াশাবেল্ট : নেই

ধোঁয়াশাছন্ন / ধোঁয়াশা : স্বাভাবিক

শিলাবৃষ্টি : নেই
কালবৈশাখী : নেই
সতর্ক সংকেত : নেই
সমুদ্র : দক্ষিণ পশ্চিম বঙ্গপোসাগরে একটি নিন্মচাপ থাকায় গভীর সাগর কিছুটা উত্তাল থাকবে।
উত্তর বঙ্গপোসাগর : নিরাপদ থাকবে।
সূর্য বা চন্দ্রগ্রহণ : না চলতি সপ্তাহে কোন গ্রহণ নেই।
বজ্রপাত : নেই
সিস্টেম : দক্ষিণ পশ্চিম বঙ্গপোসাগরে একটি নিম্নচাপ আছে, যেটা দেশ থেকে অনেক দুরে থাকায় এর তেমন কোন প্রভাব দেশে পড়বে না।

বৃষ্টিবলয় : নেই

দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : প্রতিদিন গড়ে স্থানভেদে ৭ থেকে ৯ ঘন্টা।
চট্টগ্রাম বিভাগে কিছুটা কম।

তাপপ্রবাহ : নেই।

আসুন একনজরে দেখেনেই এইসময় দেশের ৮ টি বিভাগে গড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।

বিভাগের নাম : সর্বোচ্চ। সর্বনিম্ন সে.
ঢাকা ৩২°সে. ১৮° সে.
চট্টগ্রাম। ৩১° সে. ১৮° সে.
রাজশাহী ৩২° সে. ১৬° সে.
খুলনা ৩২° সে. ১৮° সে.
বরিশাল। ৩১° সে. ১৭° সে.
সিলেট। ৩০° সে. ১৭° সে.
ময়মনসিংহ। ৩১° সে. ১৭° সে. ও
রংপুর। ৩১° সে. ১৪° সে.

তাপমাত্রা পূর্বাভাস কিছুটা হেরফের হতেপারে।
নোট : এই পূর্বাভাস টি শুধুমাত্র মার্চ মাসের ১২ তারিখ পর্যন্ত, সুতরাং এর পরবর্তী সময়ের পূর্বাভাস এখানে দেওয়া হয়নি।

আবহাওয়া তথ্য সূত্র : Bwot weather
post update : ৪ঠা মার্চ রাত ১০ টা বেজে ২৫ মিনিটে।

Advertisements


Advertisements