Advertisements


দৈনিক আবহাওয়া বার্তা | ১৫ ডিসেম্বর ২০২২

দৈনিক আবহাওয়া বার্তা | তারিখ : ১৫  ই  ডিসেম্বর ২০২২ | বার : বৃহস্পতিবার বাংলা : ৩০ শে অগ্রহায়ণ   ১৪২৯, হেমন্তকাল ।  ২০ শে জমাদিউল আওয়াল ১৪৪৪ হিজরি।
.
আসুন একনজরে দেখেনেই কেমন থাকতে পারে আগামি ১৫ ই ডিসেম্বর দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস।
.
আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিস্কার থাকতেপারে।
.
বৃষ্টি : ১৫ ই ডিসেম্বর দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
.
▪১৪ ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের কোথাও কোন বৃষ্টি রেকর্ড হয়নি   ( bmd)
.
▪১৪ ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফ  ৩০.৫০ সেলসিয়াস।
ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়া  ১২.২০° সেলসিয়াস। ( bmd) 
.
তাপমাত্রা : দেশের দিন ও রাতের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হ্রাস পেতেপারে।
বৃষ্টিবলয় :  সক্রিয় নেই
পরবর্তী বৃষ্টিবলয় :
কুয়াশা : দেশের উত্তর ও মধ্য অঞ্চলে নদী অববাহিকার হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তেপারে।
দিনের আকাশে ঝলমলে সূর্যের কিরণ : ১-৩ ঘন্টা
ম্লান সূর্যের কিরণ ৫ থেকে ৬ ঘন্টা, পাওয়া যেতেপারে।
.
সতর্ক সংকেত :
সমুদ্র উত্তাল!  নেই
বজ্রপাত : নেই
উত্তর বঙ্গপোসাগর : স্বাভাবিক আছে।
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : একটি সিস্টেম আছে।
শৈত্যপ্রবাহ : নেই
.
সূর্যগ্রহণ : ২০ শে এপ্রিল ২০২৩।
চন্দ্রগ্রহণ : ৫ ই মে ২০২৩।
সূর্যোদয় : সকাল ০৬ টা বেজে ৩২ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা বেজে ১৩ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১০ ঘণ্টা ৪২ মিনিট ( ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ৪৬.৭২ দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।
.
▪আসুন এক নজরে দেখেনেই আগামী ১৫ ই ডিসেম্বর  দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।
.
বিভাগের নাম:          সর্বোচ্চ :           সর্বনিম্ন :
ঢাকা                          ২৭°                ১৭° সে.
চট্টগ্রাম                      ২৯°                 ১৮° সে.
রাজশাহী                   ২৫°                 ১৩° সে.
খুলনা                        ২৭°                 ১৪° সে.
সিলেট                       ২৭°                 ১৬° সে.
বরিশাল                     ২৬°                 ১৩° সে.
রংপুর                        ২৭°                 ১৪° সে.
ময়মনসিংহ.               ২৬°                 ১৩°  সে.
কলকাতা,                  ২৭°                 ১৪° সে. India
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।
.
▪Weather of kolkata
: আকাশ প্রায় পরিস্কার  থাকতে পারে।   বৃষ্টির সম্ভাবনা নেই । রাত ও  দিনের গড় তাপমাত্রা সামান্য হ্রাস পেতেপারে।
দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ প্রায় ৫-৮ ঘন্টা পাওয়া যাবে। ঝলমলে রোদ : ১ থেকে ২ ঘন্টা।
তাপপ্রবাহ : নেই
গুজব এড়াতে নিয়মিত দেশের সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
এবং আমাদের (বেসরকারি আবহাওয়া সংস্থার) সাথেও থাকতেপারেন।
.
Resources in this analysis: Global Models, BMD Observation Data, IMD Observation Data, Himawari 9 Satellite, 850hpa Vorticity, MJO, Convergence, 500hPa Vorticity, 200hpa Winds, Synoptic Chart, Time and Date.
.
আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ১৪ ই ডিসেম্বর  রাত ১০ টা বেজে ২৭ মিনিটে।
(গাছ লাগান, পরিবেশ বাঁচান)

Advertisements


Advertisements