Advertisements


ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ “হিমেল” | ১৬- ২২ জানুয়ারি ২০২৩

ধেয়ে আসছে দেশের দিকে মাঝারী থেকে তীব্র শৈত্য প্রবাহ “হিমেল”।
শৈত্য প্রবাহটি শুরু হতে পারে আগামী ১৬ই জানুয়ারি এবং যা চলতে পারে ২২ জানুয়ারি পর্যন্ত। তখন, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও  সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এতে এই দুই বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
.
সেইসাথে খুলনা বিভাগের উত্তরাংশে, ময়মনসিংহ বিভাগে এবং ঢাকা ও বরিশাল বিভাগের অনেক স্থানের তাপমাত্রা যথেষ্ট হ্রাস পেতে পারে। এই অঞ্চল গুলোর কোথাও কোথাও তাপমাত্রা হ্রাস পেয়ে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে [দূষিত শহর ব্যতীত]। এতে সেখানে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এবং উপকূল ব্যতীত বাকি এলাকায় কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ(<১০°সে) বয়ে যেতে পারে।
.
এ সময়ে প্রায় প্রতিদিনই সন্ধা থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হতে পারে উল্লেখিত স্থানে। কিন্তু দিনের বেলা কুয়াশা বেল্টের সম্ভাবনা কম। তাই দিনের বেলা রোদের উপস্থিতি থাকতে পারে।
তাই, উক্ত এলাকা সমূহে পরিস্থিতি অনুযায়ী পর্যাপ্ত শীতবস্ত্র সংগ্রহে রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
নিচের গ্রাফিক থেকে দেখে নিন আপনার জেলায় কেমন শীতের তীব্রতা হতে পারে।
ধন্যবাদ সকলকে ,
©Bangladesh Weather Observation Team-

Advertisements


Advertisements