শৈত্য প্রবাহ হিমেল এর সংশোধিত আপডেট!!
শৈত্য প্রবাহটি রাজশাহী ও রংপুর বিভাগে শুরু হয়েছে, যা চলতে পারে ২২ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে খুলনা বিভাগের উত্তরাংশের জেলাসমুহ সহ রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এতে এসব অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি এলাকায় মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ(৫-৭°সে) বয়ে যেতে পারে।
.
সেইসাথে খুলনা বিভাগের উত্তরাংশে, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে মৃদু(<১০°সে) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এবং উপকূল ব্যতীত বাকি এলাকার কোথাও কোথাও তাপমাত্রা হ্রাস পেয়ে ১১°সে পর্যন্ত নামতে পারে।
.
এ সময়ে প্রায় প্রতিদিনই সন্ধা থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হতে পারে উল্লেখিত বেশি আক্রান্ত স্থানে। কিন্তু দিনের বেলা কুয়াশা বেল্টের সম্ভাবনা কম বেশিরভাগ অঞ্চলেই। তাই দিনের বেলা রোদের উপস্থিতি থাকতে পারে এবং শৈত্য প্রবাহ প্রশমিত হতে পারে।
সুতরাং, উক্ত এলাকা সমূহে পরিস্থিতি অনুযায়ী পর্যাপ্ত শীতবস্ত্র সংগ্রহে রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
নিচের গ্রাফিক থেকে দেখে নিন আপনার জেলায় কেমন শীতের তীব্রতা হতে পারে।
ধন্যবাদ সকলকে ,
©Bangladesh Weather Observation Team – BWOT
Advertisements