Advertisements


বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ | ২৭ জানু ২০২৩

  • Post category:Tropical Forecast EN
  • Post last modified:2023-01-28
  • Reading time:2 mins read
  • Post author:

ভরা শীতের সময় নেই শীত আবার বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ! সবকিছু মিলিয়ে আবহাওয়াটা যেন অনেকটা এলোমেলো। চলুন দেখে নেই বঙ্গোপসাগর এর বর্তমান অবস্থা কি? ২৭ জানুয়ারি ২০২৩, সকাল ১০ টা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। জানুয়ারিতে মাঝে মাঝেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে এর কি শক্তিশালী হওয়া সম্ভাবনা আছে?

একটি সিস্টেম শক্তিশালী হতে হলে কয়েকটি নিয়ামকের প্রয়োজন পড়ে এর মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠে অনুকূল তাপমাত্রা (>২৬°সে) , ন্যূনতম ভার্টিক্যাল শিয়ার, যথেষ্ট জলীয় বাষ্প সরবরাহ, অনুকূল MJO, অনুকূল বায়ুমণ্ডলীয় ওয়েভ, অনুকূল সমুদ্রপৃষ্ঠের পোটেনশিয়াল এনার্জি, নিরক্ষীয় শান্ত বলয়, Velocity Potential/Outflow ইত্যাদি।

বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ প্যারামিটার অনুকূল থাকলেও ভার্টিক্যাল শিয়ার উচ্চ রয়েছে এবং ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন অনুপস্থিত। মূলত ইন্টার ট্রপিক্যাল কনভারসেন্স জোন দক্ষিণ ভারত মহাসাগরে থাকায় উক্ত নিয়ামক গুলোর কারণে সেখানেই অনুকূল পরিবেশ সৃষ্টি করবে এবং ভারত মহাসাগরে একাধিক ট্রপিকাল সাইক্লোন সৃষ্টি করতে পারে। পাশাপাশি নিরক্ষীয় বঙ্গোপসাগর এলাকায়ও পরিবেশ কিছুটা অনুকূল থাকতে পারে। কিন্তু বঙ্গোপসাগর এলাকায় গুরুত্বপূর্ণ নিয়ামক এর মধ্যে দুইটি নিয়ামক অনুপস্থিত থাকায় এবং এখন ট্রপিকাল সাইক্লোন মৌসুম না হওয়ায় বঙ্গোপসাগরের লঘুচাপটি যথাযথ সুযোগ পাবে না শক্তিশালী হওয়ার।


তবে অন্যান্য অনুকূল পরিবেশ অনুযায়ী এটি সামান্য ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার ভিতরে। এবং তা সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোন সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। আর এটির বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ারও কোনো সম্ভাবনা নেই, আর এর কোন প্রভাবও বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই, ইনশাআল্লাহ। এটি মূলত শ্রীলংকার দিকে গতিশীল হতে পারে।

নিচে দেখে নিন আমেরিকান আবহাওয়া মডেল অনুসারে লঘুচাপটির বর্তমান অবস্থান এবং স্যাটেলাইট চিত্রে বর্তমান অবস্থান

GFS CURRENT WIND PATTERN AT 850HPA

SATELLITE IMAGE WITH INDICATING DEVELOPMENT PROBABILITIES

Advertisements


Advertisements