Advertisements


সাপ্তাহিক পূর্বাভাস | ২৮ জানুয়ারী – ০৪ ফেব্রুয়ারী ২০২২

সাপ্তাহিক আবহাওয়া বার্তা Bwot weather.
আসুন একনজরে দেখেনেই কেমন থাকতেপারে চলতি সপ্তাহে দেশের আবহাওয়ার পরিস্থিতি।

তারিখ : ২৮ শে জানুয়ারী হতে ০৪ ঠা ফেব্রুয়ারী পর্যন্ত ২০২৩।

আকাশ : এই সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় প্রায় পরিস্কার থাকতেপারে।
তবে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের দু এক স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতেপারে।

বৃষ্টিপাত : এই সপ্তাহে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।


তাপমাত্রা : ২৮ ও ২৯ শে জানুয়ারী শীতের তীব্রতা সামান্য বৃদ্ধি পেতেপারে।
তবে ৩০ শে জানুয়ারী থেকে ৩ রা ফেব্রুয়ারী পর্যন্ত দেশে শীতের তীব্রতা আবার হ্রাস পেতেপারে কিছুটা।

শৈত্যপ্রবাহ : ৩ রা ফেব্রুয়ারী রাত থেকে ৮ ই ফেব্রুয়ারী পর্যন্ত একটি সাধারণ শৈত্যপ্রবাহ আসছে দেশের অনেক এলাকায়।

কুয়াশা : এই সপ্তাহে বেশিরভাগ সময় দেশের নদী অববাহিকায় সহ দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতেপারে।

কুয়াশাবেল্ট : ৪ ঠা ফেব্রুয়ারী থেকে রংপুর বিভাগে হালকা কুয়াশাবেল্ট আসতেপারে

দিনের আকাশে সূর্যের কিরণ : এই সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় গড়ে প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা করে স্বাভাবিক ম্লান সূর্যের কিরণ পাওয়া যেতেপারে।

সাগর : চলতি সপ্তাহে সাগর স্বাভাবিক থাকতেপারে, দেশে কোন প্রকার সামুদ্রিক দূর্যোগের সম্ভাবনা নেই।
দক্ষিণ বঙ্গপোসাগরে একটি সিস্টেম আছে, যেটা শ্রীলঙ্কা এর আশেপাশে চলে যেতেপারে।

বজ্রপাত : নেই

নোট : আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল, তাই সবচেয়ে ভালো আপডেট পেতে আপনারা আমাদের দৈনিক আবহাওয়া বার্তা গুলো দেখুন।

আবহাওয়া সমন্ধে আরও অনেককিছু জানার জন্য আপনারা আমাদের সাথে থাকুন নিয়মিত।

ধন্যবাদ : Bwot weather
আপডেট : ২৭ শে জানুয়ারী রাত ১০ টা বেজে ৪৯ মিনিটে।

Advertisements


Advertisements