গত ৩১ তারিখ থেকে গতকাল (২ ফেব) পর্যন্ত দেশের আকাশ মেঘলা থাকলেও খুব অল্প সংখ্যক এলাকায় ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছিল। কিন্তু গতকালই দেশের আকাশ মেঘমুক্ত হয় এবং তীব্র রোদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আজকেও দেশের আকাশ বেশ পরিষ্কার এবং প্রায় সকল এলাকাতেই রোদের উপস্থিতি রয়েছে। চলুন দেখেনিই, আগামী তিন দিনে আবহাওয়া পরিস্থিতির কিরূপ পরিবর্তন হতে পারে?
বর্তমানে উত্তর ভারত এবং পাকিস্তানের উপর কোন পশ্চিমা লঘুচাপ নেই। এতে পশ্চিমা জেট বায়ু স্থিতিশীল রয়েছে। আর সাধারণত স্থিতিশীল জেট বায়ুর নিচে কোন আবহাওয়ার গোলযোগ বা লঘুচাপ সংঘটিত হয় না। তাই কোন মেঘবালা সৃষ্টি হতে দেখা যায় না। আগামী তিন দিনেও ভারতীয় উপমহাদেশে জেট বায়ু স্থিতিশীল থাকতে পারে। এতে মেঘ বা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। তাই আগামী তিন দিনে(৩-৭ ফেব) বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। আপনার নিয়মিত রোদের কাজ চালিয়ে যেতে পারেন। তবে সকাল বেলা কুয়াশা বেল্টের কারণে কোথাও কোথাও রোদ উঠতে দেরি হতে পারে।
ECMWF মডেল অনুযায়ী আগামী তিন দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিন।
Advertisements