Advertisements


শীত কি আর বাড়বে? বাড়লে কবে থেকে?

৭ দিনের শীতের আপডেট | ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩!!
বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ চলছে না। দেশের বেশিরভাগ এলাকাতেই শৈত্য প্রবাহ মুক্ত আবহাওয়া বিরাজমান। তবে শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গা সহ রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে দেখা যাচ্ছে। যা আগামী সাত তারিখ পর্যন্ত প্রায় একই ভাবে চলমান থাকতে পারে। এক্ষেত্রে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের দুই এক জায়গায় তাপমাত্রা ১০ এর নিচে নামলেও নামতে পারে।
.
তবে ৮ তারিখ নাগাদ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতে পারে। এতে বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করতে পারে। এবং সেই সাথে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ২০° সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে৷ এই পরিস্থিতি ১১ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর পুনরায় তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
.
আগামী ৭ তারিখ নাগাদ দেশের অনেক এলাকায় কুয়াশা বেল্ট তীব্রতর হতে পারে। তবে তার আগে রংপুর বিভাগে কমবেশি প্রতিদিন সকালে কিছু কুয়াশাবেল্ট থাকতে পারে। এবং ৭-১১ তারিখ নাগাদ  তা দেশের অনেক এলাকায়  প্রভাব বিস্তার করতে পারে। এতে তখন কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যালোক অনুপস্থিত থাকতে পারে।
ধন্যবাদ সকলকে ,
©Bangladesh Weather Observation Team – ব্বোট

আগামী ৮ তারিখের এক্সট্রিম ওয়েদার ইন্ডেক্স

আগামী ১১ তারিখের এক্সট্রিম ওয়েদার ইন্ডেক্স


Advertisements


Advertisements