গত কিছুদিন ধরে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বলয় জুই চলছিলো!
এর শেষ দফায় মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় কিছু বৃষ্টি/বজ্রবৃষ্টি হয়েছে। তবে আজ দেশের অধিকাংশ এলাকা থেকে বৃষ্টি বলয় জুই বিদায় নিয়েছে পূর্বাভাস অনুযায়ী। আমরা ধারনা করছি আপাতত বেশকিছুদিন দেশের সার্বিক আবহাওয়া ভালো থাকতেপারে। তবে আজকেে ২/১ টি এলাকায় কিছু বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
আপাতত আগামী ২ সপ্তাহের ভেতরে দেশের দিকে নতুন কোন বৃষ্টিবলয় আসার সম্ভাবনা কম। আমরা ধারনা করছি বাংলাদেশের আবহাওয়া প্যারামিটার গুলো আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহের দিকে বৃষ্টিপাত এর জন্য কিছুটা অনুকূল হতেপারে। এতে তখন একটি বৃষ্টিবলয় আসার সম্ভাবনা আছে।
তবে সেই বৃষ্টি বলয়টি আংশিক বৃষ্টিবলয় হতেপারে।
নিয়মিত, সাপ্তাহিক ও মাসিক ও সকল প্রকার আবহাওয়ার পূর্বাভাস পেতে আমাদের সাথে থাকুন ও আমাদের, ওয়েবসাইট, ফেসবুক পেজ এর সাথে যুক্ত থাকুন।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team.
আপডেট : ২৫ শে ফেব্রুয়ারী দুপুর ১ টা বেজে ২২ মিনিটে।
Advertisements