Advertisements


মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা | ২৮ ফেব্রুয়ারি ২০২৩

শীত পেরিয়ে বসন্ত আসতেই দেখা গেছে তাপমাত্রার বেশ পরিবর্তন। বেশ দ্রুতই তাপমাত্রা বর্ধনশীল রয়েছে এ বছর। ব্যাপক এলাকা নিয়ে বৃষ্টিহীন আবহাওয়া পরিস্থিতির কারণে শুষ্ক গরম আবহাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যা গ্রীষ্মকালের আগমনী বার্তা প্রদান করছে। যেহেতু সামনে গ্রীষ্মকাল সেহেতু স্বাভাবিকভাবেই তাপমাত্রা ক্রমবর্ধনশীল হওয়ার কথা। এবার দীর্ঘদিন খরা হওয়া এবং মেঘলা আবহাওয়ার অনুপস্থিতিতে তাপমাত্রা ক্রমাগত বেশ বৃদ্ধি পেতে পারে দেশে দক্ষিণ অঞ্চলে। যা পরবর্তীতে দেশের অন্যত্র বিস্তার লাভ করতে পারে।
.
কি কারনে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা দেখা দিয়েছে চলুন তা দেখে নেই।

মার্চের প্রথম সপ্তাহে শুষ্ক গরম বাতাসের প্রবাহ এবং ভারতের উপর একটি উচ্চচাপ বলয় এই তাপ প্রবাহের জন্য মূল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ! উচ্চচাপ বলয়ের প্রভাবে ভারতের উপর থেকে শুষ্ক বাতাস  দেশের পশ্চিমাঞ্চল হয়ে দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে পারে। আর এই সময় ভারতীয় ভূখণ্ড উত্তপ্ত হওয়ায় এর প্রভাবে ওই শুষ্ক বাতাস গরম হয়ে দেশের ভিতরে প্রবেশ করতে পারে। আর এতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে মার্চের প্রথম সপ্তাহ নাগাদ ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে পারে বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগেও এ সময় তাপমাত্রা প্রায় ৩৫-৩৬°সে এর আশেপাশে উঠে যেতে পারে। যে কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় মার্চ এর প্রথম সপ্তাহ নাগাদ মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এবং অন্যত্র তাপমাত্রা তাপ প্রবাহ মাত্রার নিচে অর্থাৎ ৩৪ থেকে ৩৫ সেলসিয়াসের মধ্যে উন্নীত হতে পারে। এরপর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে দেশে উত্তরাঞ্চলে তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতে পারে এবং মৃদু তাপ প্রবাহ সেখানেও বিস্তার লাভ করতে পারে।
.
নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস জেনে সব ধরনের আবহাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে জীবনযাত্রাকে সহজ করুন।
ধন্যবাদ, ©Bangladesh Weather Observation Team-BWOT

Advertisements


Advertisements