সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আফগানিস্তান ও তৎসংলগ্ন পাকিস্তানের উপর বর্তমানে একটি পশ্চিমা লঘুচাপ/ঝঞ্ঝা অবস্থান করছে। যার প্রভাবে সেখানে মেঘলা আবহাওয়া ও কিছু বৃষ্টিপাত চলছে। পশ্চিমা লঘুচাপটি পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশের দিকে গতিশীল হতে পারে। কারণ স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে কোন পশ্চিমা লঘুচাপ/ঝঞ্ঝা সাব ট্রপিক্যাল জেট বায়ুর সাথে সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে গতিশীল। এই পূর্ব দিকে গতিশীলতার কারণে মাঝে মাঝেই কিছু পশ্চিমা লঘুচাপ বা ঝঞ্ঝা বাংলাদেশের দিকে অগ্রসর হয় এবং এখানে মেঘ বৃষ্টির আবহাওয়া সৃষ্টি করে। আর বৈশ্বিক আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী উক্ত পশ্চিমা লঘুচাপটি পাকিস্তানের উপর দিয়ে ভারতের দিকে অগ্রসর হতে পারে এবং আরো কিছুটা শক্তিশালী হতে পারে। এতে এই পশ্চিমা লঘুচাপ বা ঝঞ্ঝাটি ৯-১১ ই মার্চ বাংলাদেশ দিকে প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমা ঝঞ্ঝাজনিত কারণে আগামী ৪/৫ দিনে(৪-৮ মার্চ) বাংলাদেশে কোন বৃষ্টির সম্ভাবনা পাওয়া যায়নি! তবে ৯-১১ ই মার্চ পশ্চিমা লঘুচাপ জনিত কারণে দেশের আকাশ সাময়িক মেঘলা ও কোথাও কোথাও কিছুটা বৃষ্টিপাত হতে পারে।
.
এবার দেখা যাক, আগামী ৭ দিনে অন্যান্য কি কি পরিবেশ রয়েছে? আগামী সাত দিনের বৈশ্বিক মডেল পূর্বাভাস অনুযায়ী সাগর ও বাংলাদেশের স্থলভাগের প্রেসার গ্রেডিয়েন্ট অনেক কম থাকতে পারে। এতে সামুদ্রিক জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগে তেমন বেশি প্রবেশ করার সম্ভাবনা কম। আর তাই ভৰ্টিসিটি/কনভারজেন্স জনিত ভালো কোন অনুকূল পরিবেশ পাওয়া যায়নি। একই সাথে আবহাওয়ার ইনডেক্স সমূহ বাংলাদেশের বৃষ্টি বা বজ্র বৃষ্টির জন্য তেমন অনুকূল না হলেও ৯-১১ তারিখ নাগাদ দেশের পশ্চিমাঞ্চল দিয়ে কিছু ইন্ডেক্স সামান্য অনুকূল হতে পারে। এতে সার্বিকভাবে সারাদেশে ৪-৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখা গেলেও আগামী ৯-১১ তারিখ নাগাদ দেশে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। সুতরাং উপরোক্ত পরিস্থিতি গুলো অনুযায়ী, বাংলাদেশে আগামী ৪ দিনে অর্থাৎ ৪ থেকে ৮ ই মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি, কিন্তু ৯-১১ই মার্চ দেশের কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়ে যায় এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে কোথাও কোথাও মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে।
নিম্নে বিভিন্ন আবহাওয়া মডেলের আগামী ৭ দিনের বৃষ্টিপাত এর পূর্বাভাস দেখানো হলো। (Source: Tropicaltidbits)
ECMWF Model
GFS Model
CMC Model
Advertisements