Advertisements


আগামী ৭ দিনের সারাদেশের বৃষ্টিপাতের পূর্বাভাস | ৬-১৩ ই মার্চ ২০২৩

সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আফগানিস্তান ও তৎসংলগ্ন পাকিস্তানের উপর অবস্থানরত পূর্ববর্তী পশ্চিমা লঘুচাপ/ঝঞ্ঝাটি আরো কিছুটা পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে পাকিস্তান ও পশ্চিম ভারতীয় সীমান্তবর্তী এলাকার উপর অবস্থান করছে। যার প্রভাবে সেখানে মেঘলা আবহাওয়া ও ভারতের উপর কিছু বৃষ্টিপাত চলছে। এই পশ্চিমা লঘুচাপটি  আরো পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশের দিকে গতিশীল হতে পারে। এবং বৈশ্বিক আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী উক্ত পশ্চিমা লঘুচাপটি  বাংলাদেশের নিকটবর্তী অঞ্চলে এসে দুর্বল হয়ে যেতে পারে।

তবে এর প্রভাবে  এখানে নয় থেকে ১১ তারিখ পর্যন্ত মেঘলা  বা আংশিক  মেঘলা আবহাওয়া  থাকতে পারে। এতে ৯-১১ ই মার্চ পশ্চিমা লঘুচাপ জনিত কারণে দেশের আকাশ সাময়িক মেঘলা ও কোথাও কোথাও  হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।  তবে বৃষ্টিপাতের  অঞ্চল সংখ্যা অনেকটাই কম  থাকতে পারে।  মূলত কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা  বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।  এর মধ্যে দুই এক জায়গায় স্থানীয়ভাবে কিছুটা বজ্র বৃষ্টি হলেও হতে পারে ,  যার নির্দিষ্ট অঞ্চল উল্লেখ করা সম্ভব নয়।

এবার দেখা যাক, আগামী ৭ দিনে অন্যান্য কি কি পরিবেশ রয়েছে? আগামী সাত দিনের বৈশ্বিক মডেল পূর্বাভাস অনুযায়ী সাগর ও বাংলাদেশের স্থলভাগের প্রেসার গ্রেডিয়েন্ট অনেক কম থাকতে পারে। এতে সামুদ্রিক জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগে তেমন বেশি প্রবেশ করার সম্ভাবনা কম। আর তাই ভৰ্টিসিটি/কনভারজেন্স জনিত ভালো কোন অনুকূল পরিবেশ পাওয়া যায়নি। একই সাথে আবহাওয়ার ইনডেক্স সমূহ বাংলাদেশের বৃষ্টি বা বজ্র বৃষ্টির জন্য তেমন বেশি অনুকূল না হলেও ৯-১১ তারিখ নাগাদ দেশের পশ্চিমাঞ্চল দিয়ে কিছু ইন্ডেক্স সামান্য অনুকূল হতে পারে।

এতে সার্বিকভাবে সারাদেশে আগামী ৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখা গেলেও আগামী ৯-১১ তারিখ নাগাদ দেশে বিক্ষিপ্ত ভাবে হালকা/ গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। সুতরাং উপরোক্ত পরিস্থিতি গুলো অনুযায়ী, বাংলাদেশে আগামী দুই দিনে অর্থাৎ ৬ থেকে ৮ ই মার্চ পর্যন্ত  মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি, কিন্তু ৯-১১ই মার্চ দেশের কোথাও কোথাও হালকা  বা গুড়ি গুড়ি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়ে যায়। এছাড়া ১১-১৩ তারিখ নাগাদ দেশের আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। এর পর মার্চের মাঝামাঝি নতুন বৃষ্টিবলয় (জুই-২) আসার সম্ভাবনা রয়েছে।

নিম্নে বিভিন্ন আবহাওয়া মডেলের আগামী ৭ দিনের বৃষ্টিপাত এর পূর্বাভাস দেখানো হলো। (Source: Tropicaltidbits)

ECMWF Model


GFS Model

উপোরোক্ত মডেল ২টির মধ্যে ECMWF দেশে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করছেনা। অন্যদিকে GFS মডেল উক্ত সময়েই হালকা বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করছে। তবে আবহাওয়ার বিভিন্ন প্যারামিটার অনুযায়ী BWOT কর্তৃক হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা পাওয়া গিয়েছে।

Advertisements


Advertisements