Advertisements


আগামী তিন দিনের বৃষ্টির পূর্বাভাস । ২৩ থেকে ২৫শে মার্চ ২০২৩

সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী ভারতের উপর বর্তমানে কোন পশ্চিমা লঘুচাপ নেই। এতে গত কিছুদিন ধরে চলে আসা অস্থিতিশীল আবহাওয়া পরিস্থিতি অবশেষে শান্ত হতে যাচ্ছে।  আগামী তিন দিনেও ভারতের উপর দিয়ে কোন পশ্চিমা লঘুচাপ বাংলাদেশের নিকটবর্তী হওয়ার সম্ভাবনা নেই।  আর তাই আগামী তিন দিনে পূর্ব ভারত সহ বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত এর পরিমাণ অনেক হ্রাস পেতে পারে। 

এর আগে গত ১৫ ই মার্চ বাংলাদেশ সহ পূর্ব ভারতীয় অঞ্চলে বৃষ্টি বলয় জুই ২ চালু হয়।  যা ১৯ থেকে ২১ তারিখ নাগাদ অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে।  এতে ধারণার চেয়েও কিছু কিছু স্থানে অনেক বেশি বৃষ্টিপাত হয়।  তবে আজ ২২ তারিখ,  পূর্বাভাস অনুযায়ী বায়ুমণ্ডল স্থিতিশীলতার দিকে চলে আসায় অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হ্রাস পেয়েছে এবং বৃষ্টি বলয় জুই ২ দুর্বল হয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিন অংশে এখনো বৃষ্টিবলয় জুই ২ সক্রিয় রয়েছে, যা আগামীকাল দূর্বল হতে পারে।

যদিও আগামী তিন দিনের কোন বৃষ্টি বলয় থাকছে না, তবে স্থানীয় কিছু পরিবেশের কারণে হরহামেশাই দেশের দুই এক জায়গায়  দমকা বা ঝড়ো হওয়াসহ কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে। যার এলাকার সংখ্যা খুবই কম।  এবং আগামী 25 তারিখ নাগাদ দেশের আকাশ কিছুটা অনুকূল হতে পারে বজ্র বৃষ্টির জন্য। এতে ২৫ তারিখ বা এরপর দেশের বিভিন্ন অংশে, বিশেষ করে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় কিছু কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এলাকা ভিত্তিক স্থানীয় বৃষ্টিপাতের সম্ভাবনা অনুযায়ী আপনাদেরকে তাৎক্ষণিক আপডেট প্রদান করা হবে। সুতরাং আমাদের পেইজে এবং ওয়েবসাইট এ নজর রাখুন।


ধন্যবাদ, Bangladesh Weather Observation Team- BWOT
আপডেটঃ  ২২শে মার্চ ২০২৩, বিকাল ৪ টা ২০ মিনিট

নিম্নে বিভিন্ন আবহাওয়া মডেলের আগামী ৩ দিনের বৃষ্টিপাত এর পূর্বাভাস দেখানো হলো। (Source: Tropicaltidbits)

ECMWF Model

GFS Model

উপোরোক্ত মডেল ২টি ২৫ তারিখ নাগাদ কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করছে। তবে পরিমানে তা খুবই কম। অন্যদিকে আবহাওয়ার বিভিন্ন প্যারামিটার অনুযায়ী BWOT কর্তৃক বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঝড়বৃষ্টির সম্ভাবনা পাওয়া গেছে ২৫ -২৬ তারিখ নাগাদ।

Advertisements


Advertisements