Advertisements


বিশেষ সংক্ষিপ্ত আবহাওয়ার আপডেট!! ১৭-২১/২২ সেপ্টেম্বর ২০২৩

বিশেষ সংক্ষিপ্ত আবহাওয়ার আপডেট!! ১৭-২১/২২ সেপ্টেম্বর ২০২৩
আগামী ১৭ তারিখ রাত থেকে পরবর্তী ৪/৫ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি বৃদ্ধি পেতে পারে। তবে এক্ষেত্রে দেশের নির্দিষ্ট কিছু অংশেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

মূলত ১৭ তারিখ রাত থেকে ২১ বা ২২ তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিন রাতে নিয়মিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বা বিস্তৃত এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের পূর্বাঞ্চলে ও সিলেট বিভাগে এবং দক্ষিণে বরিশাল বিভাগ সহ দেশের উপকূলীয় এলাকায় নিয়মিত বিভিন্ন প্রকৃতির বৃষ্টিপাত শুরু হতে পারে।

এক্ষেত্রে একটানা বৃষ্টির পরিবর্তে দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যেতে পারে উল্লেখিত অঞ্চলগুলোতে। তবে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকার ক্ষেত্রে একটানা(৩-৯ঘন্টা পর্যন্ত) হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবণতাও লক্ষ্য করা যেতে পারে।

দেশের অভ্যন্তরে মূলত ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মাঝে মাঝেই হঠাৎ বৃষ্টির বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে তবে তুলনামূলক কম। যে কারণে সাপ্তাহিক আপডেটে এই সপ্তাহে আংশিক বৃষ্টি বলয় চালু থাকার কথা বলা হয়েছে।


উক্ত সময়ে সবচাইতে কম বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে রাজশাহী ও রংপুর বিভাগে। জানিয়ে রাখা ভালো যে, সম্ভাব্য অনুকূল পরিবেশ ঠিক থাকলে আগামী ২১ বা ২২ তারিখের পরপরই দেশে নতুন বৃষ্টি বলয় শুরু হতে পারে। সুতরাং এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

সিস্টেম : চলতি সপ্তাহের শেষে(১৯/২০ সেপ্টেম্বর) বঙ্গপোসাগরে একটি মৌসুমি নিম্নচাপ/লঘুচাপ তৈরী হতেপারে, যেটা ভারতের উড়িষ্যার দিকে আঘাত করতেপারে।

তবে সেপ্টেম্বর মাসের সারা দেশের বৃষ্টিপাতের ঘাটতি পূরণ করার মত বৃষ্টি বলয়ের সম্ভাবনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং আমাদের সেপ্টেম্বর মাসে দীর্ঘমেয়াদী পূর্বাভাসের অনুরূপ দেশের উল্লেখিত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশ কম থাকতে পারে। সেপ্টেম্বর মাসের পূর্বাভাস এখানে দেওয়া হল।

নোট : প্রাকৃতিক কারনে পূর্বাভাস টি কিছুটা পরিবর্তন হতেপারে। সবচেয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখবেন।

*Disclaimer: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
ধন্যবাদ, ©বাংলাদেশ ওয়েদার অভজারভেশন টিম (BWOT)
আপডেট: ১৬ই সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৪ টা

Advertisements


Advertisements