Advertisements


মাঝারি থেকে ভারিবৃষ্টি এর সতর্কতা? – ১লা অক্টোবর ২০২৩

মাঝারি থেকে ভারিবৃষ্টি এর সতর্কতা? – ১লা অক্টোবর ২০২৩
আগামীকাল পহেলা অক্টোবর, বরিশাল, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় দফায় দফায় মাঝারি থেকে ভারিবৃষ্টি এর সম্ভাবনা আছে। ও দেশের অন্যত্র কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে।

এদের ভেতরে, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমান বেশি থাকতে পারে। ও দীঘা, কলকাতা, বারাসাত, বনগাঁও, কৃষ্ণনগর ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রচুর বৃষ্টিপাত হতেপারে।

অপরদিকে উত্তর বঙ্গপোসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান থাকায় সাগর বেশ উত্তাল থাকতে পারে। আর এই উত্তাল অবস্থা আগামী ৭ ই অক্টোবর পর্যন্ত থাকতে পারে।

অপরদিকে আগামী দিন গুলোতে দেশের সার্বিক বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পেতেপারে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে।


আরও ভালো জানার জন্য আপনারা নিয়মিত আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ : Bwot weather
আপডেট : ৩০ শে সেপ্টেম্বর রাত ৯ টা বেজে ১৬ মিনিটে।

মাঝারি থেকে ভারিবৃষ্টি এর সতর্কতা?

Advertisements


Advertisements