Advertisements


দেশের উপর আংশিক শৈত্যপ্রবাহ “পরশ” বয়ে যাচ্ছে

দেশের উপর দিয়ে আংশিক শৈত্যপ্রবাহ “পরশ” বয়ে যাচ্ছে যা আগামী ১৩ ই ফেব্রুয়ারী পর্যন্ত চলতে পারে।

পরশ একটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।
যা রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় প্রভাব বিস্তার করতে পারে বা করছে।
রংপুর বিভাগে মাঝারি, রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু ও দেশের কিছু এলাকায় মৃদু।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা +০৮.০০° সেলসিয়াস(bmd)।

সবচেয়ে মজার ব্যাপার হলো শৈত্যপ্রবাহ পরশ কুয়াশাবেল্ট মুক্ত তাই পরশ চলাকালীন সময়ে দেশের উপর শীত বাড়লেও দিনে ঝলমলে রোদ (সকাল থেকে) থাকার কারনে দিনে আবহাওয়া আরামদায়ক থাকবে।
মানে রাতে শীত দিনে স্বাভাবিক। সুতরাং উপভোগ করুন ঝলমলে রোদ যুক্ত শৈত্যপ্রবাহ “পরশ”।
ধন্যবাদ : BWOT WEATHER

Advertisements


Advertisements