Advertisements


সিস্টেম আপডেট ৮, ২৩ শে অক্টোবর রাত ৯ টা , সাইক্লোন ডানা

  • Post category:Tropical Forecast BN
  • Post last modified:2024-10-25
  • Reading time:2 mins read
  • Post author:
সাইক্লোন ডানা

সিস্টেম আপডেট ৮, ২৩ শে অক্টোবর রাত ৯ টা ৩০ মিনিট, সাইক্লোন ডানা

মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় দানা এটি পূর্বের অবস্থান হতে আরও কিছুটা উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে আজ রাত ৯ টায় মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। ক্রমান্বয়ে এর গঠনের উন্নতি হচ্ছে মানে এটি এখনও শক্তি বৃদ্ধি করছে।

সাইক্লোন ডানা এর বর্তমান অবস্থান ও পূর্বাভাস

সাইক্লোন ডানা আপডেট ৮ ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা সর্বোচ্চ গড় গতিবেগ ঘন্টায় ৮৫ কিলোমিটার(১ মিনিট স্থিতি), যা দমকা হাওয়া আকারে সর্বোচ্চ ১০৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, সাগর ঐ স্থানে অত্যন্ত উত্তাল আছে।

এটি আজ রাত ৯ টায় মংলা সমুদ্র বন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণে পায়রা সমুদ্র বন্দর হতে ৪৬০ কিলোমিটার দক্ষিণে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে দিকে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।


*এটি আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সম্ভাব্য সর্বোচ্চ সতর্ক সংকেত : ২৪-২৫ অক্টোবর মোংলাতে ৪-৬ (গতিপথের উপর নির্ভরশীল)

সম্ভাব্য সাইক্লোন ডানার পূর্নাঙ্গ গবেষণা দেখুন এখানে 

সাইক্লোন ডানা এর সাথে বৃষ্টিবলয় ও বৃষ্টিপাত

বৃষ্টি বলয় : সম্ভাব্য ঘূর্ণিঝড় দানার প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টি বলয় তুফান চালু হয়েছে সম্ভাব্য সময়সীমা ২৩ টু ২৬ অক্টোবর ২০২৪ পর্যায়ক্রমে দেশের অনেক এলাকায়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় বেশি সক্রিয় হতে পারে।

বৃষ্টি : এই সিস্টেমটি ধিরে ধিরে দেশের দিকে এগিয়ে আসার কারনে ইতিমধ্যেই দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে, যা পরবর্তীতে দেশের অনেক এলাকায় বিস্তারলাভ করতে পারে। আজ হতে-২৬ অক্টোবর পর্যন্ত দেশের অনেক এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। এই সিস্টেম এর প্রভাবে খুলনা বিভাগের অনেক এলাকায় ভারী বর্ষণ এর আশঙ্কা করা হচ্ছে, এছাড়া দেশের অন্যত্রও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বর্তমান গতিপথের পূর্বাভাস অনুযায়ী এতে মূলত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে এবং উড়িষ্যায় বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এছাড়া দেশের বাকি এলাকায় আকাশ মেঘলা ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

//*অপরদিকে আজ গভীর রাত হতে পরবর্তীতে ৭২ ঘন্টার ভেতরে খুলনা বিভাগের প্রায় সকল এলাকায় একটানা ও দফায় দফায় মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে ও বরিশাল ও ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় ও দেশের কিছু কিছু এলাকায় বিভিন্ন দফায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। ও পশ্চিমবঙ্গ এর উপকূল হতে অভ্যন্তরে ১৫০ কিলোমিটার পর্যন্ত উত্তর দিকের ভেতরে প্রবল বর্ষণ এর আশঙ্কা আছে*//

(নোটঃ সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত করলে দেশের অভ্যন্তরে বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে)
তবে সেই সম্ভাবনা কম।

সাইক্লোন ডানা এর গতিপথ ও উপকূলে আঘাত 

সিস্টেম এর গতিপথ : সিস্টেমটি বর্তমান অবস্থান থেকে ক্রমেই উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এরপর গতিপথে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। মূলত পশ্চিম দিকের রিজ(STR) এর প্রভাবে ২৫ তারিখ নাগাদ সম্ভাব্য ঘূর্ণিঝড়টির দক্ষিণ-পশ্চিম দিকে গতিপথ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিস্টেম আঘাত : ২৪ ই অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর দুপুরের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি একটি তীব্র(SCS) ঘূর্ণিঝড় হিসাবে উত্তর উড়িষ্যা হতে থেকে সাতক্ষীরা (BD) উপকূলের মধ্যে যে কোন স্থানে আঘাত/স্পর্শ করতে পারে। এবং এরপর দুর্বল হতে হতে দক্ষিণ-পশ্চিম দিকে ভারতের উড়িষ্যা অভিমুখে যাত্রা করতে পারে।
পরিপূর্ণ আঘাতের বেশি সম্ভাবনা ভারতের দীঘা হতে পুরি এর ভিতরে।

ঘূর্নিঝড় ডানা এর সর্বোচ্চ শক্তি

সিস্টেম এর শক্তি : সাগরে উপযুক্ত পরিবেশ বিদ্যমান থাকায় এটি উপকূল স্পর্শ করার আগ পর্যন্ত শক্তি বৃদ্ধি করতে পারে। বর্তমান এনালাইসিস অনুযায়ী এটি তীব্র ঘূর্ণিঝড় (89–117 km/h) হিসেবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে এবং এরপর উপকূল স্পর্শ করে দুর্বল হতে শুরু করতে পারে। প্রাকৃতিক কারণে আরও বেশি শক্তি বৃদ্ধি অসম্ভব নয়।

সিস্টেম উপকূলে আঘাত/স্পর্শ করার সময় বাতাসের গতিবেগ : ৮৫ থেকে ১১৫ কিলোমিটার পর্যন্ত একটানা(১ মিনিট স্থিতি) হতে পারে, আঘাত/স্পর্শ করার স্থানে।
ঝড়টি উপকূল স্পর্শ করার সময় সাতক্ষীরা ও খুলনা উপকূলে ঘন্টায় ৭০ থেকে ৯৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতেপারে এবং খুলনা ও বরিশাল বিভাগের অন্যান্য এলাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া থাকতে পারে।

জলোচ্ছ্বাস : খুলনা ও বরিশাল উপকূলীয় দ্বীপ ও চরে স্বাভাবিক জোয়ার অপেক্ষা ৩ থেকে ৫ ফুট উচ্চ বায়ুতাড়িত জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতেপারে।

কোন এলাকায় কত মিমি বৃষ্টিপাত? : এই ঘূর্ণিঝড় এর প্রভাবে খুলনা বিভাগে গড়ে ১০০ মিলিমিটার, বরিশাল ৬০, ঢাকা ৫০, চট্টগ্রাম ৪০, ময়মনসিংহ ৩০, সিলেট ২০, রাজশাহী ৪০ ও রংপুর বিভাগে গড়ে ২০ মিলিমিটার পর্যন্ত গড়ে বৃষ্টির সম্ভাবনা আছে।
তবে সাতক্ষীরা, যশোর, খুলনা, গড়ে ১৪০ ও সুন্দরবন এলাকায় গড়ে ১৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে।

বন্যা/জলাবদ্ধতা : বাংলাদেশে সম্ভাবনা কম বা নেই। তবে সুন্দরবন তৎসংলগ্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরী হতে পারে।

সতর্কতা : সতর্কতা হিসেবে পশ্চিমবঙ্গ হতে খুলনা উপকূলের সকলে আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখতে পারেন, যেনো দরকার হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারেন। [সরকারি নির্দেশনা অনুসরণ করুন]

প্রতিনিয়ত লেটেস্ট আপডেট আসছে , সুতরাং আমাদের সাথেই থাকুন।
নোট : যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জন্য অবশ্যই আপনারা দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর এর নির্দেশনা গুলো মেনে চলবেন।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
চিত্র : ঘূর্ণিঝড় আঘাত হানার স্থান, সময় ও শক্তি এর নমুনা দেখুন।
Update : 23rd October at 09:30pm BST , Next Update tomorrow.

Advertisements



Advertisements