Advertisements


মেঘ ভাঙ্গা বৃষ্টি বা মেঘ বিষ্ফোরন বা ক্লাউডবার্স্ট কি?

  • Post category:Educational
  • Post last modified:2025-08-17
  • Reading time:2 mins read
  • Post author:
মেঘ ভাঙ্গা বৃষ্টি বা মেঘ বিষ্ফোরন বা ক্লাউডবার্স্ট কি?

মেঘ ভাঙ্গা বৃষ্টি বা মেঘ বিষ্ফোরন বা ক্লাউডবার্স্ট কি?

ক্লাউডবার্স্ট (Cloud Burst) বা মেঘ ভাঙ্গা বৃষ্টি হলো এক ধরনের স্বল্প সময়ে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত। সাধারণ বৃষ্টির তুলনায় এটি অনেক বেশি ঘন এবং স্বল্প সময়ে বিপুল পরিমাণ পানি ঝরে পড়ে। সাধারণত প্রতি ঘণ্টায় ১০০ মিমি বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউডবার্স্ট বলা হয়।

কীভাবে ক্লাউডবার্স্ট তৈরি হয়?

১. অতিরিক্ত আর্দ্রতা জমা হওয়া: কোনো এলাকায় যদি প্রচুর পরিমাণে জলীয়বাষ্প জমা হয় এবং বাতাসের ওঠা-নামার কারণে সেটি মেঘে ঘনীভূত হয়, তখন মেঘ দ্রুত ভারী হয়ে ওঠে। এতে একসাথে বিপুল পরিমাণ বৃষ্টি নেমে আসে।

২. শীতল বায়ুর সাথে সংঘর্ষ: উষ্ণ আর্দ্র বায়ু হঠাৎ শীতল বায়ুর সাথে ধাক্কা খেলে মেঘের ভেতরের জলকণা দ্রুত বড় আকার ধারণ করে। যার কারণে খুব অল্প সময়েই প্রচুর বৃষ্টি হয়ে থাকে।

৩. ভৌগোলিক অবস্থান ও পাহাড়ি অঞ্চল: সাধারণত পাহাড়ি বা অমসৃণ ভূখণ্ডে বায়ুর উল্লম্ব গতিশীলতা বেশি থাকে, তাই এসব অঞ্চলে ক্লাউডবার্স্ট বেশি ঘটে।


বাংলাদেশে কি ক্লাউডবার্স্ট ঘটে?

বাংলাদেশে সরাসরি ক্লাউডবার্স্ট ঘটার প্রমাণ খুবই সীমিত। এর প্রধান কারণ হলো আমাদের ভূপ্রকৃতি বেশ সমতল এবং ক্লাউডবার্স্ট সাধারণত হিমালয়, নেপাল, উত্তর ভারত বা কাশ্মীরের মতো পাহাড়ি এলাকায় বেশি ঘটে। তবে বাংলাদেশে মৌসুমি বৃষ্টি, বজ্রঝড় বা ঘূর্ণিঝড়ের সময় খুব স্বল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়, যা অনেক সময় ক্লাউডবার্স্টের মতো মনে হতে পারে।
কিন্তু আবহাওয়াবিদরা এগুলোকে সাধারণত স্বল্পমেয়াদী প্রবল বৃষ্টি (Heavy/Extreme Rainfall Event) হিসেবে উল্লেখ করেন, ক্লাউডবার্স্ট হিসেবে নয়।

অর্থাৎ, বাংলাদেশে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ক্লাউডবার্স্ট রেকর্ড করা হয়নি, তবে কিছু প্রবল স্বল্পস্থায়ী বৃষ্টিকে অনেকেই তুলনা করেন ক্লাউডবার্স্টের সাথে।

এখন পর্যন্ত বাংলাদেশে কম সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে, মাত্র ১২ ঘন্টায় ৪৩৩ মিলিমিটার(২৭ সেপ্টেম্বর ২০২০)। যা নিকট অতীতে স্বল্প সময়ের মধ্যে বিস্ময়কর পরিমাণ বৃষ্টি।

এ বিষয়ে আরো কোন প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন।
ধন্যবাদ, Bangladesh Weather Observation Team Ltd.

Advertisements


Advertisements