Advertisements


তীব্র বজ্রপাত সহ বজ্রবৃষ্টির বিশেষ সর্তকতা । ১-২ সেপ্টেম্বর ২০২৫

তীব্র বজ্রপাত সহ বজ্রবৃষ্টির বিশেষ সর্তকতা!!

আগামীকাল বিকাল বা সন্ধ্যা নাগাদ পার্বত্য চট্টগ্রাম দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী বজ্রবৃষ্টি শুরু হতে পারে। যা রাত বাড়ার সাথে সাথে ধীরে ধীরে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।

এরপর বরিশাল ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা, তারপর ২ তারিখ দুপুর বা বিকালের মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় উত্তরের তিন বিভাগে বিক্ষিপ্তভাবে কিছু বজ্র বৃষ্টি হতে পারে। তবে উত্তরের তিন বিভাগের অনেক এলাকাই বৃষ্টিহীন থাকতে পারে।
*দুই তারিখে এই তীব্র বজ্রবৃষ্টি পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে।

নোট: উক্ত বৃষ্টিপাতের সময় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথায় কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


*/উক্ত বৃষ্টিপাতের সময় তীব্র বজ্রপাত থাকায় সকলে দয়া করে নিরাপদ স্থানে অবস্থান করবেন। এবং বৃষ্টিতে ভেজা এবং খোলা মাঠে খেলাধুলা থেকে পুরোপুরি বিরত থাকতে হবে/*

জনসচেতনতায়, Bangladesh Weather Observation Team Ltd.

Advertisements


Advertisements