
আজ রক্তিম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ২০২৫ । ৭ সেপ্টেম্বর ২০২৫
হ্যাঁ, আজ ৭ ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহন।
আসুন দেখে নেই এই গ্রহনটি বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে।
আজ ৭ ই সেপ্টেম্বর ২০২৫ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, মানে এদিন পৃথিবীর ছায়ায় পূর্ণিমার চাঁদ ঢেকে অন্ধকার হয়ে যাবে।
বাংলাদেশ সময় ৭ ই সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টা ২৮ মিনিটে এই গ্রহনটি শুরু হবে, গ্রহনের সর্বোচ্চ মাত্রা থাকবে গভীর রাত ১২ টা ১১ মিনিটে, গ্রহনটি শেষ হবে গভীর রাত ২ টা ৫৫ মিনিটে।
সম্পূর্ন গ্রহণের সময়ঃ
আংশিক গ্রহণ শুরু রাত ৯:২৮টায়- শেষ রাত ২:৫৫টায়।
পূর্ণগ্রাস গ্রহণ শুরু রাত ১১ঃ৩০ টায় ও শেষ রাত ১২ঃ৫২ টায়
গ্রহনটি বাংলাদেশের সকল স্থান থেকে একই সাথে দেখা যাবে।
সকল জেলা থেকে একই সাথে দেখা যাবে গ্রহনটি, আলাদা আলাদা কোন টাইম নেই।

গ্রহন চলাকালীন আবহাওয়া কেমন থাকবে?
গ্রহণ চলাকালীন সময়ে সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে সেইসাথে ঢাকা বিভাগের অনেকাংশে মেঘের আনাগোনা থাকতে পারে, সুতরাং উক্ত বিভাগগুলোতে গ্রহণ এর মূল পর্যায়ে দেখা বাধাগ্রস্থ হতে পারে।
আবার রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় পূর্ণগ্রহণ চলাকালীন মেঘের আনাগোনা বাড়তে পারে, এতে তখন সেখানে গ্রহণ দেখা বাধাগ্রস্ত হতে পারে।
বাকি এলাকায় চন্দ্রগ্রহণ দেখার জন্য অনুকূল আকাশ বা প্রায় পরিষ্কার বা আংশিক মেঘলা থাকতে পারে। তাই এখানে বেশিরভাগ এলাকা থেকেই গ্রহণটির সম্পূর্ণ পর্যায় খালি চোখে দেখা যেতে পারে।
চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যাবে কি?
চন্দ্রগ্রহণে কোন ক্ষতিকর রশ্মি না থাকায় গ্রহনটি খালি চোখে দেখা যাবে। এর কোন ক্ষতিকর প্রভাব থাকার সম্ভাবনা নেই। এই গ্রহন এর জন্য কোন প্রকার সাবধানতা অবলম্বন করা লাগবে না।
সকল প্রকার কুসংস্কার থেকে দুরে থাকবেন। সবাই সবকিছু খেতে পারবেন, নিষিদ্ধ এবং হারাম খাবার ব্যতীত। গ্রহন এর সকল স্তর বাংলাদেশ এর সকল মেঘমুক্ত স্থান থেকে দেখা যাবে।
সবাই পোস্ট টি সেয়ার করে সকল কে জানিয়ে দিন।
ধন্যবাদ।
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১ঃ৩০
Advertisements