
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সতর্কতা!!
সেপ্টেম্বরের শুরুতে লঘুচাপের পর বেশ কিছুদিন সাগর মোটামুটি শান্ত আছে। তবে আবারো সাগরে সিস্টেম তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
মূলত আগামী ১২-১৩ সেপ্টেম্বর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় একটি সার্কুলেশন বা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সম্ভাব্য লঘুচাপের প্রভাব কোথায় কোথায় পড়তে পারে?
সম্ভাব্য লঘুচাপের প্রভাবে শুধুমাত্র পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র সামান্য উত্তাল হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর বা বাংলাদেশের উপর লঘুচাপ এর সরাসরি তেমন কোন প্রভাব থাকবে না ইনশাআল্লাহ।
লঘুচাপের প্রভাবে বাংলাদেশে সরাসরি বৃষ্টি না হলেও এর দূরবর্তী প্রভাবে জলীয় বাষ্পের প্রবেশ ঘটে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে 12 তারিখ হতে।
লঘুচাপটি কোথায় আঘাত করতে পারে?
সম্ভাব্য লঘুচাপটি আগামী ১৩ তারিখেই অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর সরাসরি প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় বেশ ভারী বর্ষণ হতে পারে।
ধন্যবাদ, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড
Advertisements