Advertisements


মাসিক আবহাওয়ার পূর্বাভাস । পূর্বাভাস মাস : অক্টোবর ২০২৩

BWOT মাসিক আবহাওয়ার পূর্বাভাস । পূর্বাভাস মাস : অক্টোবর ২০২৩।
আসুন একনজরে দেখেনেই অক্টোবর ২০২৩ সালে দেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে।


এইবছর অক্টোবর মাসে ( ১ টু ১৫ তারিখ) এর ভেতরে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টি হতে পারে। এর ভিতরে রংপুর, রাজশাহী বিভাগের সকল এলাকায় ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় স্বাভাবিক অপেক্ষা অনেক বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং ১৫ তারিখের পর দেশের সার্বিক বৃষ্টিপাত প্রায় ৯০% হ্রাস পেতে পারে।

ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল বিভাগের প্রায় সকল এলাকায় স্বাভাবিক থেকে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা আছে ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু এলাকায় প্রায় স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে।

এই মাসের ১২ থেকে ১৮ তারিখের ভেতরে পর্যায়ক্রমে দেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ( বর্ষা ঋতু) বিদায় নিতে পারে এই বছরের মতো।

১৫ ই অক্টোবর এর পর থেকে রংপুর, রাজশাহী বিভাগ ও দেশের উত্তর অঞ্চলে শেষ রাতে কুয়াশা ও হালকা আরামদায়ক শীতের অনুভূতি আসতে পারে। এবং ১৮ ই অক্টোবর এর পর দেশের অধিকাংশ এলাকা থেকে ভ্যাপসা গরম বিদায় নিতে পারে।

অক্টোবর এর মাঝামাঝি থেকে দেশের উত্তর ও মধ্য অঞ্চলের হালকা শুস্ক আবহাওয়া বিরাজমান থাকতে পারে।

এই মাসে কোন শৈত্যপ্রবাহ নেই, কুয়াশাবেল্ট নেই এবং কোন শিলাবৃষ্টি নেই। তবে মাসের মাঝামাঝির পর হতে দেশের নদী অববাহিকায় ভোরের দিকে হালকা / মাঝারি কুয়াশা পড়তে পারে।

চলতি মাসে ২ টি সিস্টেম হতেপারে, যার ভেতরে ১ টি দ্বিতীয় সপ্তাহে, সাধারন লঘুচাপ ও ১ টি ৩০ বা ৩১ তারিখে অথবা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ( সম্ভাব্য ঘূর্ণিঝড়) সৃষ্টি হতেপারে।
আঁখি২ এই মাসের সম্ভবতঃ ১ মাত্র বৃষ্টি বলয়।


আসুন সপ্তাহ ঘুরে দেখি অক্টোবর ২০২৩ এর সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস।


প্রথম সপ্তাহ : ১ টু ৮ ই অক্টোবর :



আকাশ : এই সপ্তাহ জুড়ে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন থাকত পারে।

বৃষ্টি: এই সপ্তাহে দেশের সকল এলাকায় কমবেশি বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এখানে ৩ থেকে ৭ই অক্টোবর দেশের সার্বিক বৃষ্টির পরিমান বেশ বেশি থাকতে পারে। এক্ষেত্রে রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি অনেক বেশি হতেপারে।

বৃষ্টি বলয় : আঁখি২ সক্রিয় থাকতে পারে সপ্তাহ জুড়ে।

ভ্যাপসা গরম : কিছুটা।
সিস্টেম : নেই
সমুদ্র উত্তাল : উত্তাল থাকবে।
দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে প্রতিদিন গড়ে ২ থেকে ৪ ঘন্টা করে পাওয়া যাবে।
বন্যা : দেশের উত্তর অঞ্চলের নিচু এলাকায় সাময়িক বন্যা হতেপারে।
মৌসুমী বায়ু : প্রবল সক্রিয় থাকতে পারে।
শৈত্যপ্রবাহ : নেই
কুয়াশা :নেই
গ্রহণ : কোন গ্রহণ নেই।


দ্বিতীয় সপ্তাহ : ৯ টু ১৫ ই অক্টোবর

আকাশ : এই সপ্তাহে ও দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতেপারে পারে অনেক এলাকা।

বৃষ্টি: এই সপ্তাহে প্রথমদিকে দেশের সকল এলাকায় কমবেশি বৃষ্টি থাকবে,
তবে শেষ দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমান কিছুটা বেশি থাকতে পারে।

বৃষ্টি বলয় : আঁখি২ সক্রিয় থাকতে পারে, ১২ ই অক্টোবর পর্যন্ত।
ভ্যাপসা গরম : মোটামুটি।
সিস্টেম : ১ টি সিস্টেম থাকতে পারে তবে দূর্বল প্রকৃতির।
সমুদ্র উত্তাল : সমুদ্র কিছুটা উত্তাল থাকার কথা।

দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ ঘন্টা করে পাওয়া যেতে পারে।

বন্যা : এই সপ্তাহে দেশের মধ্য অঞ্চলে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে উত্তরের নিচু এলাকার বন্যার উন্নতি হতে পারে।

মৌসুমী বায়ু : বেশ সক্রিয় থাকতে পারে।
শৈত্যপ্রবাহ : নেই
কুয়াশা : নেই।
গ্রহণ : ১ টি বলয়গ্রাস সূর্য গ্রহন আছে ১৪ ই অক্টোবর।
বাংলাদেশ থেকে অদৃশ্য।


তৃতীয় সপ্তাহ : ১৬ টু ২৩ শে অক্টোবর।


আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় প্রায় পরিস্কার থাকবে, তবে চট্টগ্রাম ও দক্ষিণ অঞ্চলে কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে।

বৃষ্টি : এই সপ্তাহে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।

বৃষ্টি বলয় : দেশের উপর কোন বৃষ্টি বলয় সক্রিয় থাকবে না ইনশাআল্লাহ।

ভ্যাপসা গরম : চট্টগ্রাম বিভাগে কিছুটা।
সিস্টেম : নেই।
সমুদ্র উত্তাল : নেই।

দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে প্রতিদিন গড়ে ৭ থেকে ৯ ঘন্টা পাওয়া যেতে পারে।
বন্যা : এই সপ্তাহে দেশে কোন বন্যা নেই।

মৌসুমী বায়ু : বিদায় নিতে পারে দেশ থেকে।
শৈত্যপ্রবাহ : নেই।
কুয়াশা : দেশের উত্তর অঞ্চলের নদী অববাহিকায় সকালে হালকা বা মাঝারি কুয়াশা পড়বে।
গ্রহণ : নেই।


চতুর্থ সপ্তাহ : ২৪ টু ৩১ শে অক্টোবর ২০২৩।


আকাশ : দেশের আকাশ প্রায় পরিস্কার থাকতে পারে। তবে সপ্তাহ শেষ দিকে আংশিক মেঘলা থাকতে পারে কিছুটা।

বৃষ্টি : এই সপ্তাহে দেশে বৃষ্টির কোন সম্ভাবনা তেমন নেই।
বৃষ্টি বলয় : নেই।
ভ্যাপসা গরম : নেই।

সিস্টেম : সপ্তাহ শেষ দিকে সাগরে একটি সিস্টেম সৃষ্টি হতেপারে।
সমুদ্র উত্তাল : নেই।

দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে প্রতিদিন গড়ে ৭ থেকে ৯ ঘন্টা করে পাওয়া যাবে।
বন্যা : নেই

মৌসুমী বায়ু : বিদায় নিয়েছে আগেই।
শৈত্যপ্রবাহ : নেই।

কুয়াশা : দেশের উত্তর অঞ্চলের নদী অববাহিকায় হালকা বা মাঝারি কুয়াশা পড়বে।

গ্রহণ : ১ টি উপচ্ছায়া চঁন্দ্রগ্রহন আছে ২৮ শে অক্টোবর, বাংলাদেশে দৃশ্যমান।


প্রাকৃতিক কারনে এই আবহাওয়া পূর্বাভাস টি কিছুটা পরিবর্তন হতেপারে।

সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে অবস্যই আপনারা দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর এর আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখবেন।

*Disclaimer: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।


সকলকে ধন্যবাদ!
পূর্বাভাস: Bangladesh Weather Observation Team- BWOT
গ্রাফিক্স তৈরী করেছেন: মশিয়ার রহমান জনী
আর্টিকেল: পারভেজ আহমেদ পলাশ।
সার্বিক সহযোগিতায় : Team BWOT.
পোস্ট আপডেট : পহেলা অক্টোবর, রাত ১০ টা বেজে ৩৬ মিনিটে।

Advertisements


Advertisements