সিস্টেম আপডেট ১ , ২০ শে অক্টোবর রাত ১০ টা, সম্ভাব্য সাইক্লোন ডানা
উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব – মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এবং এটি আজ রাতে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হতে পারে।
লঘুচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৩০ কিলোমিটার, যা সর্বোচ্চ দমকা হাওয়া আকারে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, সাগর ঐ স্থানে কিছুটা উত্তাল আছে।
সম্ভাব্য ঘূর্নিঝড় ডানা এর বর্তমান অবস্থান ও পূর্বাভাস
এটি আজ রাত ৯ টা বেজে ৩০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিলো।
এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
* এটি পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপ, ৩৬ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং আগামী ২-৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সিস্টেম টি ঘূর্ণিঝড়ে রুপ নিলে এর নামকরণ করা হবে ঘূর্ণিঝড় ডানা।
সম্ভাব্য সাইক্লোন ডানার পূর্নাঙ্গ গবেষণা দেখুন এখানে
সতর্ক সংকেত :
সর্বোচ্চ সতর্ক সংকেত :
সম্ভাব্য সাইক্লোন ডানা এর সাথে বৃষ্টিবলয় ও বৃষ্টিপাত
বৃষ্টি বলয় : সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দেশে বৃষ্টি বলয় তুফান চালু হতে পারে। সম্ভাব্য সময়সীমা ২৩ টু ২৬ অক্টোবর ২০২৪ পর্যায়ক্রমে দেশের অধিকাংশ এলাকায়।
বৃষ্টি : এই সিস্টেম টি এখনও বেশ দুরে থাকায় দেশের আকাশ এখন পরিস্কার আছে, তবে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে চট্টগ্রাম ও দেশের উপকূলীয় এলাকা দিয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে, যা পরবর্তীতে দেশের অনেক এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।
এই সিস্টেম এর প্রভাবে, খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় প্রবল বৃষ্টিপাত এর আশঙ্কা করা হচ্ছ।
সম্ভাব্য ঘূর্নিঝড় ডানার গতিপথ ও আঘাত
সিস্টেম এর গতিপথ : সিস্টেমটি বর্তমান অবস্থান থেকে ক্রমেই পশ্চিম উত্তর-পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করে উত্তর দিকে অগ্রসর হতে পারে।
সিস্টেম আঘাত : ২৪ ই অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি একটি তীব্র(SCS) ঘূর্ণিঝড় হিসাবে দীঘা(WB) থেকে বরিশাল (BD) উপকূলের মধ্যে আঘাত হানতে পারে। তবে বেশি সম্ভাবনা ২৪ পরগনা ও সাতক্ষীরা তৎসংলগ্ন উপকূল। (ট্র্যাক দেখুন)
সম্ভাব্য ঘূর্নিঝড়টির শক্তিমত্তা
সিস্টেম এর শক্তি : সাগরে উপযুক্ত পরিবেশ বিদ্যমান থাকায় এটি উপকূলে আঘাত হানার আগ পর্যন্ত শক্তি বৃদ্ধি করতে পারে। বর্তমান এনালাইসিস অনুযায়ী এটি সর্বোচ্চ ক্যাটেগরি ১ মানের ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সিস্টেম আঘাত হানার সময় বাতাসের গতিবেগ : শীঘ্রই সংযুক্ত হবে
জলোচ্ছ্বাস : শীঘ্রই সংযুক্ত হবে
কোন এলাকায় কত মিমি বৃষ্টিপাত? : শীঘ্রই সংযুক্ত হবে
বন্যা/জলাবদ্ধতা : শীঘ্রই সংযুক্ত হবে
সতর্কতা : শীঘ্রই সংযুক্ত হবে
প্রতিনিয়ত লেটেস্ট আপডেট আসছে , সুতরাং আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
Advertisements