সিস্টেম আপডেট ৫ , ২২ শে অক্টোবর দুপুর ১ টা, সম্ভাব্য সাইক্লোন ডানা
পূর্ব – মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ টি আজ দুপুর ১২ টায় প্রায় একই এলাকায় অবস্থান করছে। ক্রমান্বয়ে এর গঠনের উন্নতি হচ্ছে অর্থাৎ এর কেন্দ্র সুগঠিত হচ্ছে। এটি সামান্য দক্ষিণ দিকে সরে এসে আরো কিছুটা ঘনীভূত হয়েছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা সর্বোচ্চ গড় গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার(১ মিনিট স্থিতি), যা দমকা হাওয়া আকারে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, সাগর ঐ স্থানে কিছুটা উত্তাল আছে।
সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানা এর বর্তমান অবস্থান ও পূর্বাভাস
সম্ভাব্য সাইক্লোন ডানা আপডেট ৫ অনুযায়ী, এটি আজ দুপুর ১২ টায় মংলা সমুদ্র বন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে, পায়রা সমুদ্র বন্দর হতে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
* এটি পরবর্তী ৬-১২ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং ২৪ মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সিস্টেম টি ঘূর্ণিঝড়ে রুপ নিলে এর নামকরণ করা হবে ঘূর্ণিঝড় ডানা।
সম্ভাব্য সাইক্লোন ডানার পূর্নাঙ্গ গবেষণা দেখুন এখানে
সতর্ক সংকেত :
সম্ভাব্য সর্বোচ্চ সতর্ক সংকেত : মোংলাতে ৫-৮ (গতিপথের উপর নির্ভরশীল)
সম্ভাব্য সাইক্লোন ডানা এর সাথে বৃষ্টিবলয় ও বৃষ্টিপাত
বৃষ্টি বলয় : সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানার প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ বৃষ্টি বলয় তুফান চালু হতে পারে। সম্ভাব্য সময়সীমা ২৩ টু ২৬ অক্টোবর ২০২৪ পর্যায়ক্রমে দেশের অনেক এলাকায়। বর্তমান পুর্বাভাস অনুযায়ী এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় বেশি সক্রিয় হতে পারে।
বৃষ্টি : এই সিস্টেমটি এখনও বেশ দুরে থাকায় দেশের আকাশে এখনো সিস্টেমটির মেঘ প্রবেশ করেনি। তবে আজ (২২ অক্টোবর) বিকাল/সন্ধ্যা থেকে চট্টগ্রাম ও দেশের উপকূলীয় এলাকা দিয়ে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে, যা পরবর্তীতে ২৩-২৫ অক্টোবর দেশের অনেক এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।
এই সিস্টেম এর প্রভাবে খুলনা বিভাগের অনেক এলাকায় ভারী বর্ষণ এর আশঙ্কা করা হচ্ছ, এছাড়া দেশের অন্যত্রও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বর্তমান গতিপথের পূর্বাভাস অনুযায়ী এতে মূলত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে এবং উড়িষ্যায় বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এছাড়া দেশের বাকি এলাকায় আকাশ মেঘলা ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
(নোটঃ সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত করলে দেশের অভ্যন্তরে বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে)
সিস্টেম এর গতিপথ : সিস্টেমটি বর্তমান অবস্থান থেকে ক্রমেই পশ্চিম উত্তর-পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এরপর গতিপথে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। মূলত পশ্চিম দিকের রিজ(STR) এর প্রভাবে ২৫ তারিখ নাগাদ সম্ভাব্য ঘূর্ণিঝড়টির দক্ষিণ-পশ্চিম দিকে গতিপথ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সিস্টেম আঘাত : ২৪ ই অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর দুপুরের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি একটি তীব্র(SCS) ঘূর্ণিঝড় হিসাবে উত্তর উড়িষ্যা হতে থেকে সাতক্ষীরা (BD) উপকূলের মধ্যে যে কোন স্থানে আঘাত/স্পর্শ করতে পারে। এবং এরপর দুর্বল হতে হতে দক্ষিণ-পশ্চিম দিকে ভারতের উড়িষ্যা অভিমুখে যাত্রা করতে পারে। (ট্র্যাক দেখুন- যদিও শেষ দিকে অনিশ্চয়তা রয়েছে)
সিস্টেম এর শক্তি : সাগরে উপযুক্ত পরিবেশ বিদ্যমান থাকায় এটি উপকূল স্পর্শ করার আগ পর্যন্ত শক্তি বৃদ্ধি করতে পারে। বর্তমান এনালাইসিস অনুযায়ী এটি তীব্র ঘূর্ণিঝড় (89–117 km/h) হিসেবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে এবং এরপর উপকূল স্পর্শ করে দুর্বল হয়ে যেতে পারে।
সিস্টেম উপকূলে আঘাত/স্পর্শ করার সময় বাতাসের গতিবেগ : ৮৫ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত একটানা(১ মিনিট স্থিতি) হতে পারে, আঘাত/স্পর্শ করার স্থানে।
জলোচ্ছ্বাস : শীঘ্রই সংযুক্ত হবে
কোন এলাকায় কত মিমি বৃষ্টিপাত? : শীঘ্রই সংযুক্ত হবে
বন্যা/জলাবদ্ধতা : শীঘ্রই সংযুক্ত হবে
সতর্কতা : সতর্কতা হিসেবে পশ্চিমবঙ্গ হতে খুলনা উপকূলের সকলে আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখতে পারেন, যেনো দরকার হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারেন। [সরকারি নির্দেশনা অনুসরণ করুন]
প্রতিনিয়ত লেটেস্ট আপডেট আসছে , সুতরাং আমাদের সাথেই থাকুন।
নোট : যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জন্য অবশ্যই আপনারা দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর এর নির্দেশনা গুলো মেনে চলবেন।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
চিত্র : বি ডাব্লিউ ও টি সাইক্লোন ট্র্যাক
Update : 22nd October at 02:00 pm BST , Next Update Tonight
Advertisements