Advertisements


আগামীকাল বিদায় নিতে পারে বৃষ্টিবলয় ঈশান ২। এবং এর সাথে দেশে বৃষ্টিপাত বেশ কমে আসতে পারে।

বৃষ্টিবলয় বিদায় নিলেও দেশে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হবেনা। বরং মাঝে মাঝেই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত দেশের বিভিন্ন স্থানে দেখা যেতে পারে। এর মধ্যে আগামী ২১ ও ২২ শে সেপ্টেম্বর বেশি বৃষ্টিপাত উল্লেখযোগ্য হবে বৃদ্ধি পেতে পারে।

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫ । সন্ধ্যা ০৬:৩০টা অপরাহ্ন

বৃষ্টি বলয় “ঈশান ২” । বিদায় ১৯ শে সেপ্টেম্বর

বৃষ্টিবলয় “” সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে নিচের ছবিতে ক্লিক করুন

বৃষ্টি বলয় কি? এর ধরন কি কি?

কেন বৃষ্টিকে বৃষ্টিবলয় হিসেবে পূর্বাভাস করা জরুরী?

মেঘ ভাঙ্গা বৃষ্টি বা মেঘ বিষ্ফোরন বা ক্লাউডবার্স্ট কি?

➡ Follow us on Google News feed for daily Latest Updates

Advertisements