Advertisements


সিস্টেম ফর্মেশন আপডেট

  • Post category:Tropical Forecast EN
  • Post last modified:2022-04-06
  • Reading time:1 mins read
  • Post author:

ট্রপিক্যাল সিস্টেম ফর্মেশন আপডেট!!
সময়সীমাঃ ৮-১১ই নভেম্বর ২০২১

আগামী ৭/৮ নভেম্বর দক্ষিন পূর্ব বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে শক্তিশালী হয়ে আগামী ৯ তারিখে দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘূচাপ ও তারপর ১০/১১ তারিখে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিনত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার মতো পরিস্থিতি এখনো পাওয়া যায়নি।

এটি আগামী ১২ তারিখের আসেপাশে দক্ষিণ ভারত উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপ/গভীর নিম্নচাপ রুপে।
এর প্রভাবে আগামী ১০ থেকে ১৪(নভেম্বর) তারিখের মধ্যে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে।

বাংলাদেশে এটির সরাসরি কোন প্রভাব থাকবেনা। তবে এর দূরবর্তী প্রভাবে দেশের দক্ষিনাঞ্চলের আকাশ মেঘলা হতে পারে এবং দক্ষিনাঞ্চলের কিছু কিছু এলাকায় ১২/১৩ তারিখ হালকা/গুড়িগুড়ি বৃষ্টি হলেও হতে পারে।
তবে দক্ষিন পশ্চিম বঙ্গোপসাগর বিপজ্জনক হয়ে উঠতে পারে।
বাংলাদেশে এটির আঘাত করার সম্ভাবনা না থাকায় আতংকিত হওয়ার কিছু নেই। এসময় উত্তর বঙ্গোপসাগরও স্বাভাবিক থাকতে পারে।

•তবে দক্ষিনাঞ্চলে যারা ধান কাটবেন তারা ১২ তারিখের আগেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এর পরবর্তীতে আকাশ মেঘলা হওয়া এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকায় দক্ষিনাঞ্চলে কৃষিকাজে ব্যাঘাত ঘটতে পারে।
এছাড়া এই সিস্টেম ভারতীয় উপকূলে আঘাত করার কিছুদিন পরই বৃষ্টিবলয় “আঁখি ২” আসতে পারে।
সুতরাং ঐ সময়ে কৃষিকাজে সমস্যার সম্মুখীন হতে পারেন।
নোটঃ দেশের উত্তরাঞ্চলে উল্লেখিত সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই।


সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন এবং সতর্ক থাকুন।
জনস্বার্থে, BWOT WEATHER
আপডেট: ০৬ নভেম্বর ২০২১ বিকাল ৩টা।

Advertisements


Leave a Reply

Advertisements